দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024 | Top 10 Current Affairs 21st October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Top 10 Current Affairs 21st October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024 | Top 10 Current Affairs 21st October 2024

নিচে Top 10 Current Affairs 21st October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024 | Top 10 Current Affairs 21st October 2024

1.ভারত এবং কলাম্বিয়া অডিও-ভিজুয়াল কো-প্রোডাকশন এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।

2.প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয়।

3.প্রখ্যাত ডিরেক্টর রাজকুমার হিরানিকে ন্যাশনাল কিশোর কুমার আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো।

4.Neetu David, Alastair Cook, এবং AB de Villiers কে  ICC এর হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো।

5.কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya M.Scindia সম্প্রতি International 6G Symposium -এর উদ্বোধন করলেন।

6.Kaksar ব্রিজের নাম পরিবর্তন করে কার্গিল যুদ্ধের হিরো ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ -এর নামে অমিত ভরদ্বাজ সেতু রাখা হলো।

7.ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি ডাইভার্সিটি হাবের তকমা পেলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক। 

8.ফেমিনা মিস ইন্ডিয়া 2024 খেতাব জিতলেন মধ্যপ্রদেশের Nikita Porwal.

9.হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Nayab Saini.

10.আলজেরিয়া তে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.