দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024 | Today Current Affairs In Bengali 29th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024 | Today Current Affairs In Bengali 29th October 2024

নিচে Today Current Affairs In Bengali 29th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024 | Today Current Affairs In Bengali 29th October 2024

1.28 শে অক্টোবর থেকে 3 রা নভেম্বর পর্যন্ত Vigilance Awareness Week পালিত হতে চলেছে, এবছরের থিম - "Culture of Integrity for Nation's Prosperity”.

2.সেন্ট্রাল ব্যাংক রিপোর্ট কার্ডস 2024 এ RBI গভর্নর শক্তিকান্ত দাসকে A+ Grade -এ সম্মানিত করা হলো।

3.নতুন দিল্লীতে 'Digital Memorial of Valour’ -এর উন্মোচন করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF).

4.National Agriculture Cooperative Marketing Federation of India Ltd -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে দীপক আগারওয়াল কে নিযুক্ত করা হলো।

5.গুজরাটের ভদদরাতে Tata Aircraft Complex -এর যৌথ উদ্বোধন করলেন স্পেনের প্রধানমন্ত্রী Pedro Sanchez এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6.2025 সালে কেন্দ্রীয় সরকার জনগণনা শুরু করতে চলেছে, যা শেষ হবে 2026 সালে।

7.সোলার প্রজেক্ট ফাইন্যান্সিং এর জন্য Solex Energy এবং SBI জোটবদ্ধ হলো।

8.ফরেন এক্সচেঞ্জ সার্ভিসের জন্য RBI এর মান্যতা পেলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

9.World Justice Project's Rule of Law Index 2023 এ ভারত 79 তম স্থান অধিকার করলো।

10.প্রতি বছর 28 শে অক্টোবর International Animation Day পালিত হয়, এছাড়া গত 27 শে অক্টোবর Infantry Day পালিত হলো।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.