দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024 | Sports Current Affairs 27th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Sports Current Affairs 27th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024 | Sports Current Affairs 27th October 2024

নিচে Sports Current Affairs 27th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024 | Sports Current Affairs 27th October 2024

1.Axis ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অমিতাভ চৌধুরী কে পুনরায় নিযুক্ত করা হলো।

2.ভারতীয় নির্বাচন কমিশন উজবেকিস্তানের সাথে ইলেক্টোরাল কো-অপারেশন প্যাক্ট স্বাক্ষর করল।

3.সম্প্রতি সিঙ্গাপুরে এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 সম্পন্ন হলো।

4.প্রখ্যাত Physicist এবং Gender Equity Proponent Rohini Godbole 71 বছর বয়সে প্রয়াত হলেন।

5.NIPFP 2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ কমিয়ে 6.9-7.1% নির্ধারণ করলো।

6.ভারতীয় নৌবাহিনীর সপ্তম অ্যান্টি-সাবমেরিন Warfare Shallow ওয়াটার ক্রাফট (ASW SWC), নাম 'অভয়' লঞ্চ করা হলো।

7.Apple কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে জায়গা করে নিল Nvidia.

8.লাদাখে সোলার হাইড্রোজেন ভিত্তিক মাইক্রোগ্রিড স্থাপনের জন্য NTPC এবং ভারতীয় সেনাবাহিনী জোটবদ্ধ হলো।

9.Meta সম্প্রতি IndiaAI এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) -এর সাথে জোটবদ্ধ হলো।

10.17 তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এন্ড এক্সপো 2024 -এর উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপিন্দার পাটেল, এটির থিম - "Standardisation and Optimisation of Urban Transport Solutions".


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.