দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে One Liner Current Affairs 26th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th অক্টোবর 2024 | One Liner Current Affairs 26th October 2024
1.7160 কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস করলেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
2.আসামের 500 মেগাওয়াট সোলার প্ল্যান্টের জন্য $434 মিলিয়ন লোনের মান্যতা দিলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).
3.21 তম লাইভ স্টক সেনসাস অপারেশনের উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় ফিসারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং।
4.আশি বছর এবং তার অধিক বয়সী কেন্দ্রীয় পেনশন উপভোক্তাদের জন্য অতিরিক্ত পেনশনের ঘোষণা করলো ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার (DoPPW).
5.ভেনেজুয়েলার বিরোধী নেতৃত্ব María Corina Machado এবং Edmundo González কে Sakharov Prize এ সম্মানিত করা হলো।
6.ভারতীয় মহিলা হকি লিজেন্ড রানি রামপাল অবসর গ্রহণের ঘোষণা করলেন।
7.31 তম সিঙ্গাপুর ইন্ডিয়া দ্বিপাক্ষিক মেরিটাইম এক্সারসাইজ (SIMBEX) বিশাখাপত্তনমে শুরু হল।
8.ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী এবং জার্মান নৌবাহিনী প্রথমবার আয়োজিত মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ (MPX) সম্পন্ন করল।
9.ইন্টারন্যাশনাল কপার অ্যাসোসিয়েশনের নবতম সদস্য হিসাবে Hindalco Industries Ltd যোগদান করলো।
10.প্রতি বছর 25 শে অক্টোবর International Dwarfism Awareness Day পালিত হয়।
Also Read:
Please do not share any spam link in the comment box