দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Next Exam Current Affairs 24th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Next Exam Current Affairs 24th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th অক্টোবর 2024 | Next Exam Current Affairs 24th October 2024
1.টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান (গাম্বিয়ার বিরুদ্ধে 344 রান) করে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে।
2.প্রতিবছর 24 শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়।
3.দিল্লীতে Bharat Chana Dal Phase II লঞ্চ করলেন কেন্দ্রীয় ফুড এন্ড কনজিউমার আফফায়ার্স মন্ত্রী প্রল্লাদ যোশী।
4.অন্ধ্রপ্রদেশে নতুন মিসাইল টেস্টিং রেঞ্জের মান্যতা দিলো ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি।
5.2024 BRICS সামিট রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হলো, এটির থিম - "Strengthening Multilateralism for Fair Global Development and Security".
6.স্ক্যাইস্ক্যানার প্রকাশিত Travel Trends Report অনুযায়ী ভারতীয় পর্যটকদের জন্য 2025 শ্রেষ্ঠ গন্তব্যের তকমা পেলো শিলং।
7.People with Disabilities -এর জন্য বিশেষ কোর্ট স্থাপন করলো দিল্লী সরকার।
8.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে 69 তম সদস্য হিসেবে যোগদান করলো ইজরায়েল।
9.ইজিপ্ট কে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).
10.অর্থনীতিকে বুস্ট করতে মালদ্বীপ সরকার সম্প্রতি UPI গ্রহণ করলো।
Also Read:
Please do not share any spam link in the comment box