অক্টোবর 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Monthly Bangla Current Affairs October 2024 PDF

অক্টোবর 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Monthly Bangla Current Affairs October 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অক্টোবর 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অক্টোবর 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Monthly Bangla Current Affairs October 2024 PDF

নিচে Monthly Bangla Current Affairs October 2024 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News



অক্টোবর 2024 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি


আরও ডাউনলোড করুন:






অক্টোবর 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Monthly Bangla Current Affairs October 2024 PDF


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024

1.তামিলনাড়ুর ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Udhayanidhi Stalin.

2.বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স -এর উদ্বোধন করলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI).

3.প্রখ্যাত কবি সাহিত্য একাডেমি বিজেতা Keki N.Daruwala 87 বছর বয়সে প্রয়াত হলেন।

4.জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদের দায়িত্ব নিতে চলেছেন IPS Nalin Prabhat.

5.ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে M V Shreyams Kumar কে নির্বাচিত করা হলো।

6.জাপানে Yogibo Athletics Challenge Cup এর পুরুষদের 5000m দৌড়ে গোল্ড জিতে জাতীয় রেকর্ড ভাঙলেন ভারতের Gulveer Singh.

7.ঐতিহাসিক জায়গায় স্টুডেন্টদের বিনা পয়সায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তেলেঙ্গানা রাজ্য সরকার 'Telangana Darshini' প্রোগ্রাম লঞ্চ করলো।

8.সামুদ্রিক প্রাণকে রক্ষা করতে ভারত অফিসিয়ালি Biodiversity Beyond National Jurisdiction (BBNJ) এগ্রিমেন্ট স্বাক্ষর করলো যা High Seas Treaty নামে পরিচিত।

9.টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রথম লেফ্ট আর্ম স্পিনার হিসেবে 300 টি উইকেই সংগ্রহ করলেন আলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

10.মহারাষ্ট্রের দেশি গরুকে 'Rajyamata-Gomata' স্ট্যাটাস/ট্যাগ প্রদান করলো রাজ্য সরকার।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024

1.কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Prataprao Jadhav সম্প্রতি 2024 AYUSH Medical Value Travel সামিটের উদ্বোধন করলেন।

2.বহু প্রতীক্ষিত আর্মি স্পোর্টস কনক্লেভ হোস্ট করলো ভারতীয় সেনাবাহিনী।

3.অষ্টম ভারত-কাজাখস্তান যৌথ মিলিটারি অনুশীলন KAZIND-2024 উত্তরাখণ্ডে শুরু হলো।

4.রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের (CMD) অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন A K Saxena.

5.বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 27,000 আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি।

6.নতুন একটি অ্যাসেট ক্লাস এবং liberalized Mutual Funds Lite ফ্রেমওয়ার্কের সূচনা করলো SEBI.

7.নতুন দিল্লীতে ভারতের প্রথম সরকার প্রদত্ত ফান্ডে চালিত মাল্টিমডাল AI ইনিশিয়েটিভ BharatGen এর উদ্বোধন করা হলো।

8.ভারতে ক্রুজ ট্যুরিজমকে গতি প্রদান করতে কেন্দ্রীয় পোর্টস ও শিপিং মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল 'Cruise Bharat Mission' লঞ্চ করলেন।

9.70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদাসাহেব ফালকে আওয়ার্ড পেতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

10.প্রতি বছর 1 লা অক্টোবর  International Day of Older Persons পালিত হয়, এবছরের থিম - 'Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide', এছাড়া এই দিনটিতে আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024

1.2025 সালের মধ্যে রাশিয়ার সীমান্তের কাছে ইস্টার্ন ফিনল্যান্ডে নর্থার্ন ল্যান্ড কমান্ড স্থাপন করতে চলেছে NATO.

2.2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ 6.6% থেকে বাড়িয়ে 6.7% নির্ধারণ করলো OECD.

3.প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে 10 সদস্যের গ্রুপ অফ মিনিস্টার্স গঠন করলো GST কাউন্সিল।

4.IndusInd ব্যাংক Sumant Kathpalia কে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিয়োগ করলো।

5.প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী Dame Maggie Smith 89 বছর বয়সে প্রয়াত হলেন।

6.মহারাষ্ট্রে 11,200 কোটি টাকার অর্থের ডেভেলপমেন্ট প্রজেক্টের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.IIFA আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ অভিনেতা - শাহরুখ খান, শ্রেষ্ঠ অভিনেত্রী - রানী মুখার্জী, শ্রেষ্ঠ সিনেমা - Animal এবং শ্রেষ্ঠ ডিরেক্টর - বিধু বিনোদ চোপড়া।

8.চতুর্থ গ্লোবাল RE-INVEST রিনউইবেল এনার্জি ইনভেস্টরস মিট এন্ড এক্সপো গুজরাটে অনুষ্ঠিত হলো।

9.ভারতের একেবারে নতুন এয়ারলাইন Shankh Air লঞ্চ হতে চলেছে।

10.প্রতি বছর 2 রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়, গত 1 লা অক্টোবর World Vegetarian Day পালিত হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th অক্টোবর 2024

1.তেলেঙ্গানা তে Women Entrepreneurship Platform লঞ্চ করলো নীতি আয়োগ।

2.UN প্রধান António Guterres কে ইজরায়েলে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করলো ইজরায়েল সরকার।

3.ঝাড়খণ্ডে 83,700 কোটি অর্থের বিভিন্ন প্রজেক্টের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.বাংলাদেশকে ফাইনালে হারিয়ে SAFF Men’s U-17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো ভারত।

5.মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA) নামক স্কিম লঞ্চ করলেন।

6.মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE) স্কিম লঞ্চ করলো।

7.মিডল ইস্টের সমস্যা নিয়ে আলোচনা করতে G7 নেতাদের নিয়ে মিটিং ডাকলো ইতালি। 

8.রেগুলেটরি ভায়োলেশনের জন্য NSE Data And Analytics এর উপর 12 লাখ টাকা ফাইন চাপালো SEBI.

9.প্রথমবার অনুষ্ঠিত ঐতিহাসিক খো-খো বিশ্বকাপ 2025 হোস্ট করতে চলেছে ভারত।

10.Indian Newspaper Society -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে MV Shreyams.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th অক্টোবর 2024

1.প্রতি বছর 4 - 10 ই অক্টোবর পর্যন্ত বিশ্ব মহাকাশ সপ্তাহ পালন করা হয়।

2.মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Bio-CNG plant সহ 'Lal Tipara Gaushala' -এর উদ্বোধন করলেন।

3.নাগাল্যান্ডে পর্যটন দপ্তর 25 তম হর্নবিল উৎসবের উদযাপন করতে চলেছে।

4.ICC অ্যান্টি-করাপশন নীতি লঙ্ঘনের জন্য শ্রীলঙ্কার Praveen Jayawickrama কে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হলো।

5.ফাইনালে Jannick Sinner কে হারিয়ে China Open 2024 খেতাব জিতলেন Carlos Alcaraz.

6.আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন সার্জেন ভাইস অ্যাডমিরাল Arti Sarin.

7.রিনিউইবেল এনার্জির উপর ভুটানের সাথে জোটবদ্ধ হলো রিলায়েন্স গ্রুপ।

8.আসামের Bodo Jou Gwran, Maibra Jou Bidwi এবং Bodo Jou Gishi সম্প্রতি GI ট্যাগ পেলো।

9.প্রতিবছর 4 ই অক্টোবর World Animal Day পালিত হয়।

10.সায়েন্স এক্সপিডিশনের জন্য সফলভাবে NASA -এর SpaceX Crew-9 মিশন লঞ্চ করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th অক্টোবর 2024

1.ঝাড়খণ্ডে GAIL এর প্রথম কম্প্রেসড বায়ো গ্যাস প্লান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.সাস্টেনেবল এগ্রিকালচারের জন্য Pradhan Mantri Rashtriya Krishi Vikas Yojana (PM-RKVY) এবং Krishonnati Yojana (KY) -এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

3.মারাঠি, বাংলা, আসামীজ, পালি এবং প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার।

4.ভারত ইলেকট্রনিক্স এবং ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথ ভেঞ্চার গঠন করলো।

5.প্রখ্যাত মালয়ালাম অভিনেতা Mohanraj 70 বছর বয়সে প্রয়াত হলেন।

6.Rest of India কে হারিয়ে 27 বছর পর 15 তম ইরানি কাপ জিতলো মুম্বাই।

7.ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদান করলেন Aviral Jain.

8.ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 এর 25 মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ভারতীয় পুরুষ দল গোল্ড মেডেল জিতলো।

9.ডেলিভারি পরিষেবা বাড়াতে ডিপার্টমেন্ট অফ পোস্ট এবং আমাজন জোটবদ্ধ হলো। 

10.ঐতিহাসিক ইলেক্ট্রিসিটি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত, নেপাল এবং বাংলাদেশ।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2024

1.ভারতের Forex রিজার্ভ প্রথমবারের জন্য $700 বিলিয়নের মাত্রা ছাড়িয়ে গেল।

2.Chatbot Feddy কে সাপোর্ট দিতে ফেডারেল ব্যাংক এবং AI-চালিত ট্রান্সলেশন প্লাটফর্ম Bhashini -এর সাথে জোটবদ্ধ হলো।

3.9 বছর পর SCO মিটিংয়ের জন্য পাকিস্তান সফর করতে চলেছেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

4.নাগরিক নিরাপত্তা বাড়াতে আহমেদাবাদ পুলিশ AI-Enhanced Command and Control Centre চালু করলো।

5.হিমাচল প্রদেশের পর্যটনে উন্নতি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $162 মিলিয়ন লোনের অনুমোদন দিলো।

6.গত 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো, এবছরের থিম - "Valuing Teacher Voices: Towards a New Social Contract for Education".

7.মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Claudia Sheinbaum.

8.ভারতে Clean Energy কে বুস্ট করতে Adani এবং গুগল জোটবদ্ধ হলো।

9.2024 AYUSH Medical Value Travel সামিট মুম্বাইতে অনুষ্ঠিত হলো।

10.সম্প্রতি ভারতের মেরিটাইম ডিকার্বোনাইজেশন কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024

1.আগামী ওমেন'স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025 এর জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লোগো এবং ম্যাস্কট 'Gudiya' লঞ্চ করলেন।

2.মেঘালয়ের মুখ্যমন্ত্রী Conrad K Sangma সম্প্রতি GREEN (Grassroot level Response Towards Ecosystem Enhancement and Nurturing) Meghalaya Plus (GMP) স্কিম লঞ্চ করলেন।

3.দেশের প্রধান বিচারপতি হিসেবে প্রকাশ মান সিং কে নিযুক্ত করলো নেপাল সরকার।

4.সম্প্রতি DRDO চতুর্থ জেনারেশন VSHORADS মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো।

5.অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে Malabar 2024 নাভাল অনুশীলন সম্পন্ন হতে চলেছে।

6.মেডিসিন নোবেল প্রাইজ 2024 সম্মান পেলেন Victor Ambros এবং Gary Ruvkun.

7.প্রতি বছর 7 ই অক্টোবর World Cotton Day পালিত হয়, এছাড়া প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার (এবছর 7 ই অক্টোবর) World Habitat Day পালিত হয়।

8.DefConnect 4.0 -এর উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

9.বায়োডাইভার্সিটি 2024 এর জন্য MIDORI Prize সম্মান পেলেন Vera Voronova এবং Ysabel Agustina Calderón Carlos.

10.মহারাষ্ট্রে Banjara Virasat Museum -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th অক্টোবর 2024

1.Songhe Singapore Open খেতাব জিতলেন ভারতীয় স্নুকার লেজেন্ড পঙ্কজ আদভানি।

2.ইউনিফায়েড ক্রস-বর্ডার পেমেন্টস -এর জন্য UPI এবং UAE এর AANI জোটবদ্ধ হলো।

3.এয়ার স্টাফের ভাইস-চিফ পদের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল SP Dharkar.

4.পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ 2024 জিতলেন John J. Hopfield এবং Geoffrey E. Hinton.

5.ভারতের প্রথম $500 মিলিয়ন ব্লু লোনের জন্য IFC এবং AXIS ব্যাংক জোটবদ্ধ হলো।

6.আন্তর্জাতিক জিমন্যাস্টিক থেকে বিদায় জানালেন দীপা কর্মকার।

7.ভারত এবং মালদ্বীপের মধ্যে $750 মিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তি স্বাক্ষরিত হলো।

8.ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর M. Rajeshwar Rao -এর সময়সীমা 1 বছর বাড়ানো হলো।

9.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 77 তম রিজিওনাল কমিটি সেশন শুরু করলো।

10.প্রতি বছর 8 ই অক্টোবর বিশ্ব বায়ুসেনা দিবস পালন করা হয়।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th অক্টোবর 2024

1.স্পেন এবং FC বার্সেলোনার স্টার ফুটবলার Andrés Iniesta আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন।

2.প্রতি বছর 9 ই অক্টোবর বিশ্ব ডাক দিবস (World Post Day) পালন করা হয়।

3.ইন্ডিয়ান নেভী নতুন গভীর-জলের জন্য সার্ভে ভ্যাসেল Nirdeshak কমিশন করলো।

4.David Baker এবং Demis Hassabis ও John M. Jumper কে রসায়নে নোবেল প্রাইজ 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.রেপো রেট 6.5% -এ স্থির রাখার ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

6.সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সাথে দ্বিপাক্ষিক ইনভেস্টমেন্ট চুক্তি স্বাক্ষর করলো ভারত।

7.ফ্লোরিডা উপকূলের Tampa Bay রিজিয়নে হ্যারিকেন Milton আছড়ে পড়তে চলেছে।

8.বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নয় সদস্যের সংবিধান রিফর্ম কমিশন গঠন করলো।

9.বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শরদ কুমারকে Anti-Corruption Unit (ACU) এর নতুন প্রধান পদে নিযুক্ত করা হলো।

10.বাল্য বিবাহ আটকাতে আসাম সরকার Nijut Moina স্কিম লঞ্চ করলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th অক্টোবর 2024

1.ভারতের বিশিষ্ট শিল্পপতি টাটা সন্স -এর চেয়ারম্যান রতন টাটা 86 বছর বয়সে প্রয়াত হলেন।

2.গুজরাটের লোথালে National Maritime Heritage Complex (NMHC) গঠনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

3.অটল পেনশন যোজনা সম্প্রতি 7 কোটি এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা ছাড়ালো।

4.মুম্বাইতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস (IIS) -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু একটি ট্রান্সফর্মেটিভ স্টেট গভর্মেন্ট ইনশিয়েটিভ 'Sankalp' লঞ্চ করলেন।

6.টিউনিশিয়ার রাষ্ট্রপতি পদের জন্য Kais Saied কে দ্বিতীয়বার নির্বাচিত করা হলো।

7.প্রতি বছর 10 ই অক্টোবর National Postal Day পালিত হয়, এছাড়া এই দিনটিতে World Mental Health Day পালিত হয়।

8.AIIMS এর প্রাক্তন ডিরেক্টর Dr. P. Venugopal 82 বছর বয়সে প্রয়াত হলেন।

9.লুনার পোলার এক্সপ্লোরেশন মিশনের (Lupex) মান্যতা দিলো ভারতের ন্যাশনাল স্পেস কমিশন।

10.10 টি নতুন ESIC মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী Mansukh Mandaviya.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th অক্টোবর 2024

1.সাহিত্যে নোবেল প্রাইজ 2024 জিতলেন কোরিয়ান লেখক Han Kang.

2.জার্মানিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে Ajit Vinayak Gupte কে নিযুক্ত করা হলো।

3.সিকিমের গ্যাংটকে দ্বিতীয় আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024 শুরু হলো।

4.মাত্র 18 বছর বয়সী নেপালের Nima Rinji Sherpa বিশ্বের সমস্ত 8000 মিটারের উচ্চতা বিশিষ্ট পর্বত আরোহণ করে ইতিহাস গড়লো।

5.বিশ্বের উচ্চতম Imaging Cherenkov Telescope ভারতের লাদাখে উন্মোচন করা হলো।

6.ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে Sanjeev Kumar Singla কে নিযুক্ত করা হলো।

7.কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারী ভারতের হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে পাল্টাতে এক অভিনব ইনিশিয়েটিভ 'Humsafar Policy' লঞ্চ করলেন।

8.টেনিস লিজেন্ড রাফায়েল নাদাল আন্তর্জাতিক টেনিস থেকে অবসর গ্রহণ করলেন।

9.Nestlé India লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে মনীশ তিওয়ারিকে নিযুক্ত করা হলো।

10.প্রখ্যাত সাংবাদিক Bob Woodward নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'War'.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024

1.প্রতি বছর 12 ই অক্টোবর World Migratory Bird Day পালিত হয়।

2.জামাইকার প্রধানমন্ত্রী Andrew Holness 4 দিনের সফরে ভারতে এলেন।

3.ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের পছন্দ অনুযায়ী 38 তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে।

4.জাপানের Nihon Hidankyo Organization কে নোবেল শান্তি পুরস্কার 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.44 তম Codex Nutrition Committee মিটিংয়ে ভারত যোগদান করলো।

6.Kaimur Wildlife Sanctuary কে বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভের মান্যতা দেওয়া হলো।

7.নাভাল সিভিলিয়ানদের ইন্সুরেন্স কভারেজের জন্য ইন্ডিয়ান নেভী এবং Bajaj Allianz জোটবদ্ধ হলো।

8.UAE এডুকেশন শো তে ভারত 'Study in India' ক্যাম্পেইন লঞ্চ করলো।

9.সরকারি পরিষেবাকে আরো উন্নত করতে DigiLocker এবং UMANG App জোটবদ্ধ হলো।

10.44 তম এবং 45 তম এসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (ASEAN) সামিট Vientiane -এর Laos -এ সম্পন্ন হলো, থিম - 'ASEAN: Enhancing Connectivity and Resilience'.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024

1.সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং SBI Card যৌথভাবে দুটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

2.রসায়নে নোবেল প্রাইজ 2024 পেলেন David Baker, Demis Hassabis এবং John Jumper.

3.রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন অজিত কুমার সাক্সেনা।

4.সুইস ন্যাশনাল ব্যাংকের (SNB) গভর্নিং বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন Martin Schlegel.

5.বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারা তার স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম 'LARA : The England Chronicles'.

6.দেশের প্রথম রাজ্য হিসেবে Co-District চালু করলো আসাম সরকার।

7.ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি ইন্টিগ্রেটেড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম 'Anna Darpan' লঞ্চ করলো।

8.UPI তে ইনস্ট্যান্ট ক্রেডিট অফার দিতে  ICICI ব্যাংক এবংPhonePe জোটবদ্ধ হলো।

9.তামিলনাডুর ডেপুটি মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Udhayanidhi Stalin.

10.অর্গানিক কৃষক এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত Pappammal 109 বছর বয়সে প্রয়াত হলেন।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024 

1.গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 105 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে বেলারুশ।

2.অর্থনীতিতে নোবেল প্রাইজ 2024 সম্মান জিতলেন  Daron Acemoglu, Simon Johnson এবং James Robinson.

3.গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের সাথে হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত।

4.টাটা গ্রুপের চ্যারিটেবল এফোর্টসের নতুন চেয়ারম্যান হিসেবে Noel Tata কে নিযুক্ত করা হলো।

5.ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC) -এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর (CMD) ও সিইও (CEO) পদে মনোজ কুমার দুবে কে নিযুক্ত করা হলো।

6.এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারতের পুরুষ এবং মহিলা দল ব্রোঞ্জ মেডেল জিতলো।

7.মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মান্যতায় Wayanad -এ  অতিউন্নত X-Band Radar স্থাপন করা হলো।

8 প্রতি বছর অক্টোবর মাসটিকে Breast Cancer Awareness মাস হিসেবে পালন করা হয়।

9.প্রতি বছর 14 ই অক্টোবর World Standards Day পালন করা হয়, এবছরের থিম - 'Advancing Health Equity through Standards'.

10.নতুন দিল্লীতে ইন্ডিয়ান চেম্বার অফ ফুড এন্ড এগ্রিকালচার India Digital Agri Conference 2024 -এর আয়োজন করলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th অক্টোবর 2024

1.ভারতের প্রথম বায়োপলিমার ফেসিলিটি পুনেতে উদ্বোধন করা হলো।

2.অন্ধ্রপ্রদেশ ও বিহারের পর ভারতের তৃতীয় রাজ্য হিসেবে তেলেঙ্গানাতে কাস্ট-ভিত্তিক সার্ভে শুরু হতে চলেছে।

3.প্রথম ভারতীয় হিসেবে Mt. Shishapangma জয় করলেন Arjun Vajpai.

4.দ্বিতীয় বারের জন্য UPI Rankings এ পঞ্চম স্থান অর্জন করলো ফিনটেক কোম্পানি Navi, শীর্ষস্থানে PhonePe.

5.108 টি দেশের 14-18 বছর বয়সী 12,000 মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরোস্পেস স্টার্টআপ Space Kidz India 'ShakthiSAT' মিশন লঞ্চ করলো।

6.মহারাষ্ট্র স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে Padma Vibhushan Ratan Tata Skills University রাখা হলো।

7.ISSF জুনিয়র বিশ্বকাপ 2025 এর আসর ভারতে বসতে চলেছে।

8.স্কিল ইন্ডিয়া মিশনের জন্য AI অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করতে স্কিল মিনিস্ট্রি এবং META জোটবদ্ধ হলো।

9.All Living Things Environmental Film Festival (ALT EFF) 2024 -এর জুড়ি সদস্য হিসেবে বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে নিযুক্ত করা হলো।

10.প্রখ্যাত মারাঠি অভিনেতা Atul Parchure 57 বছর বয়সে প্রয়াত হলেন।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th অক্টোবর 2024

1.এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর নতুন দিল্লীতে ই-মাইগ্রেট পোর্টাল লঞ্চ করলেন।

2.দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে বুলেট ট্রেন তৈরির জন্য ₹866.87 কোটি টাকার কন্ট্রাক্ট পেলো BEML.

3.নাসার লঞ্চ করা Europa Clipper স্পেসক্রাফট বৃহস্পতির অন্যতম উপগ্রহ Europa নিয়ে আরো তথ্য জানতে পাড়ি দিল।

4.Waqf Amendment Bill -এর বিরুদ্ধে রেজোলিউশন পাশ করলো কেরালা এসেম্বলি।

5.বিশাখাপত্তনমে স্কিল ট্রেনিং ইনস্টিটিউট -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী।

6.বন্যার ঝুঁকি কমাতে 129 টি জলাভূমি সংস্কার করবে বলে সিদ্ধান্ত নিলো আসাম সরকার।

7.আগামী বছর গুলির জন্য $1 বিলিয়ন ফান্ডিং নিশ্চিত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

8.ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে Aishath Azeema কে নিযুক্ত করা হলো।

9.AIIMS দিল্লী, IIT রোপার এবং IIT কানপুরে তিনটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

10.তেলেঙ্গানাতে নাভাল কমিউনিকেশন সেন্টারের (Very Low Frequency)  শিল্যান্যাস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th অক্টোবর 2024

1.নতুন দিল্লীতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ ফাইনালে Akhil Sheoran ব্রোঞ্জ পদক জিতলেন।

2.দ্বিতীয় ইন্টারন্যাশনাল মিথানল সেমিনার এবং এক্সপো 2024 হোস্ট করতে চলেছে নীতি আয়োগ।

3.সিনিয়র IPS অফিসার Praveen Vashista কে ইন্টারনাল সিকিউরিটির স্পেশ্যাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো।

4.Digital India Corporation (DIC) এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে এবং National e-Governance Division (NeGD) -এর প্রেসিডেন্ট/চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Akash Tripathi কে নিযুক্ত করা হলো।

5.MQ-9B Armed UAVs এর জন্য ভারত এবং US $3.5bn অর্থের এগ্রিমেন্ট করলো।

6.বিশ্বে নিজেদের বিস্তৃতি বাড়াতে HDFC ব্যাংক সিঙ্গাপুরে তাদের প্রথম ব্রাঞ্চ খুললো।

7.ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নাকে মনোনীত করলেন বর্তমান প্রধান বিচারপতি DY Chandrachud.

8.গত 16 ই অক্টোবর World Anaesthesia Day পালিত হলো।

9.চারটি AMRIT ফার্মাসি খোলা প্রথম কয়লা কোম্পানি হলো South Eastern Coalfields Limited (SECL).

10.গত 15 - 16 ই অক্টোবর ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিট অনুষ্ঠিত হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th অক্টোবর 2024

1.নতুন দিল্লীতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ ফাইনালে Akhil Sheoran ব্রোঞ্জ পদক জিতলেন।

2.দ্বিতীয় ইন্টারন্যাশনাল মিথানল সেমিনার এবং এক্সপো 2024 হোস্ট করতে চলেছে নীতি আয়োগ।

3.সিনিয়র IPS অফিসার Praveen Vashista কে ইন্টারনাল সিকিউরিটির স্পেশ্যাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো।

4.Digital India Corporation (DIC) এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে এবং National e-Governance Division (NeGD) -এর প্রেসিডেন্ট/চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Akash Tripathi কে নিযুক্ত করা হলো।

5.MQ-9B Armed UAVs এর জন্য ভারত এবং US $3.5bn অর্থের এগ্রিমেন্ট করলো।

6.বিশ্বে নিজেদের বিস্তৃতি বাড়াতে HDFC ব্যাংক সিঙ্গাপুরে তাদের প্রথম ব্রাঞ্চ খুললো।

7.ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নাকে মনোনীত করলেন বর্তমান প্রধান বিচারপতি DY Chandrachud.

8.গত 16 ই অক্টোবর World Anaesthesia Day পালিত হলো।

9.চারটি AMRIT ফার্মাসি খোলা প্রথম কয়লা কোম্পানি হলো South Eastern Coalfields Limited (SECL).

10.গত 15 - 16 ই অক্টোবর ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিট অনুষ্ঠিত হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th অক্টোবর 2024

1.ভারত এবং জার্মানি দুই দেশের মধ্যে Labor Mobility Pact স্বাক্ষর হতে চলেছে।

2.নতুন দিল্লীতে "Rights of Older Persons" -এর উপর একটি ন্যাশনাল কনফারেন্স -এর আয়োজন করলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC).

3.Karmayogi Saptah' বা National Learning Week -এর লঞ্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.AMFI এর কাছ থেকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স সুনিশ্চিত করলো জিও পেমেন্টস ব্যাংক।

5.ভারত এবং দক্ষিন কোরিয়া 2025 সালে FTSE Russell EMGB ইনডেক্সে যোগদান করতে চলেছে।

6.গ্লোবাল হিউম্যানিটারিয়ান নেতৃত্ব Mohanji কে দক্ষিণ আফ্রিকায় 2024 Humanitarian Award -এ সম্মানিত করা হলো।

7.ভারতীয় কোস্ট গার্ড সম্প্রতি ন Sagar Kavach' নামক কোস্টাল সিকিউরিটি ড্রিল সম্পন্ন করলো।

8.Chiratae Ventures সম্প্রতি Narayana Murthy কে Patrick J.McGovern সম্মানে সম্মানিত করলো।

9.ACKO Life এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সন্দীপ গোয়েঙ্কাকে নিযুক্ত করা হলো।

10.ভারতীয় গ্র্যান্ডমাস্টার Arjun Erigaisi সম্প্রতি WR Chess Masters খেতাব জিতলেন।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st অক্টোবর 2024

1.ভারত এবং কলাম্বিয়া অডিও-ভিজুয়াল কো-প্রোডাকশন এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।

2.প্রতিবছর 20 ই অক্টোবর বিশ্ব স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয়।

3.প্রখ্যাত ডিরেক্টর রাজকুমার হিরানিকে ন্যাশনাল কিশোর কুমার আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো।

4.Neetu David, Alastair Cook, এবং AB de Villiers কে  ICC এর হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো।

5.কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya M.Scindia সম্প্রতি International 6G Symposium -এর উদ্বোধন করলেন।

6.Kaksar ব্রিজের নাম পরিবর্তন করে কার্গিল যুদ্ধের হিরো ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ -এর নামে অমিত ভরদ্বাজ সেতু রাখা হলো।

7.ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি ডাইভার্সিটি হাবের তকমা পেলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক। 

8.ফেমিনা মিস ইন্ডিয়া 2024 খেতাব জিতলেন মধ্যপ্রদেশের Nikita Porwal.

9.হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Nayab Saini.

10.আলজেরিয়া তে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd অক্টোবর 2024

1.2025 সালের মধ্যে দুবাইতে আন্তর্জাতিক রিসার্চ সেন্টার লঞ্চ করতে চলেছে আইআইটি মাদ্রাস।

2.International Shooting Sport Federation (ISSF) এথলেটিস অফ দি ইয়ার হলেন Liu Yukun এবং Yang Ji-in Shine.

3.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি Rewa (Madhya Pradesh), Ambikapur (Chhattisgarh), এবং Saharanpur (Uttar Pradesh) এয়ারপোর্ট লঞ্চ করলেন।

4.গোয়া উপকূলে ভারত এবং ওমান যৌথ নৌ-ড্রিল 'Naseem Al Bahr' সম্পন্ন করলো।

5.ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র কর্পস 'Exercise SWAVLAMBAN SHAKTI' অনুশীলন সম্পন্ন করলো।

6.ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স -এর নতুন প্রেসিডেন্ট হলেন অভ্যুদয় জিন্দাল।

7.ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) -এর নতুন চেয়ারপার্সন পদে Vijaya Kishore Rahatkar কে নিযুক্ত করা হলো।

8.Economic Freedom of the World 2024 বার্ষিক রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ফ্রি রিজিয়নে প্রথম স্থান অধিকার করলো হংকং। 

9.M.K.Ranjitsinh -এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম  "Mountain Mammals of the World".

10.দেশের প্রথম রাজ্য হিসেবে Dalit Sub-Quotas চালু করতে চলেছে হরিয়ানা সরকার।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024

1.24 তম ন্যাশনাল প্যারা-সুইমিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করলো গোয়া।

2.ঝাড়খণ্ডের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদে অজয় কুমার সিংকে নিযুক্ত করা হলো।

3.18 তম প্রবাসী ভারতীয় দিবস ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে।

4.ওড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝে পারাদ্বীপের নিকটে দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে , এটির নামকরণ করেছে কাতার।

5.আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অফিসিয়ালি  Mission Basundhara 3.0 লঞ্চ করলেন।

6.সিনিয়র ওমেন ইন্টার-ডিপার্টমেন্টাল ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ জিতলো রেললয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড (RSPB).

7.হ্যারিকেন অস্কার বাহামাসে আছড়ে পড়ে বিপুল ক্ষতি সাধন করলো।

8.কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'eShram – One Stop Solution’ for Unorganised Workers' ওয়েলফেয়ার লঞ্চ করলো।

9.কয়লা সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার বিক্রম দেবদূত।

10.নতুন দিল্লীর ন্যাশনাল সায়েন্স সেন্টারে প্রথমবার Coal Gallery -এর উদ্বোধন করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th অক্টোবর 2024

1.টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান (গাম্বিয়ার বিরুদ্ধে 344 রান) করে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে।

2.প্রতিবছর 24 শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়।

3.দিল্লীতে Bharat Chana Dal Phase II লঞ্চ করলেন কেন্দ্রীয় ফুড এন্ড কনজিউমার আফফায়ার্স মন্ত্রী প্রল্লাদ যোশী।

4.অন্ধ্রপ্রদেশে নতুন মিসাইল টেস্টিং রেঞ্জের মান্যতা দিলো ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি।

5.2024 BRICS সামিট রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হলো, এটির থিম - "Strengthening Multilateralism for Fair Global Development and Security".

6.স্ক্যাইস্ক্যানার প্রকাশিত Travel Trends Report অনুযায়ী ভারতীয় পর্যটকদের জন্য 2025 শ্রেষ্ঠ গন্তব্যের তকমা পেলো শিলং।

7.People with Disabilities -এর জন্য বিশেষ কোর্ট স্থাপন করলো দিল্লী সরকার।

8.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে 69 তম সদস্য হিসেবে যোগদান করলো ইজরায়েল।

9.ইজিপ্ট কে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

10.অর্থনীতিকে বুস্ট করতে মালদ্বীপ সরকার সম্প্রতি UPI গ্রহণ করলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th অক্টোবর 2024

1.জাতি সংঘ দিবস পালন করা হয় ২৪শে অক্টোবর; এবছরের থিম হলো-"Equality, Freedom & Justice for All”.

2.‘Tenkana’ নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে দক্ষিণ ভারতে।

3.গান্ধীনগরে 14th All India Civil Defence and Home Guards Conference-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

4.ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন Luong Cuong.

5.পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইয়াহিয়া আফ্রিদি।

6.গুরুগ্রামে 16th Women's Indian Open-এর আয়োজন করবে ভারত।

7.BSNL-এর নতুন লোগো লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

8.Google কোম্পানির Chief Technologist হিসেবে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবন।

9.Kalidasa Samman Award 2023 জিতেছেন রঘুপতি ভট্ট।

10.Staff Selection Commission-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এস গোপালকৃষ্ণান।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th অক্টোবর 2024

1.7160 কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস করলেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

2.আসামের 500 মেগাওয়াট সোলার প্ল্যান্টের জন্য $434 মিলিয়ন লোনের মান্যতা দিলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

3.21 তম লাইভ স্টক সেনসাস অপারেশনের উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় ফিসারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং।

4.আশি বছর এবং তার অধিক বয়সী কেন্দ্রীয় পেনশন উপভোক্তাদের জন্য অতিরিক্ত পেনশনের ঘোষণা করলো ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার (DoPPW).

5.ভেনেজুয়েলার বিরোধী নেতৃত্ব María Corina Machado এবং Edmundo González কে Sakharov Prize এ সম্মানিত করা হলো।

6.ভারতীয় মহিলা হকি লিজেন্ড রানি রামপাল অবসর গ্রহণের ঘোষণা করলেন।

7.31 তম সিঙ্গাপুর ইন্ডিয়া দ্বিপাক্ষিক মেরিটাইম এক্সারসাইজ (SIMBEX) বিশাখাপত্তনমে শুরু হল।

8.ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী এবং জার্মান নৌবাহিনী প্রথমবার আয়োজিত মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ (MPX) সম্পন্ন করল।

9.ইন্টারন্যাশনাল কপার অ্যাসোসিয়েশনের নবতম সদস্য হিসাবে Hindalco Industries Ltd যোগদান করলো।

10.প্রতি বছর 25 শে অক্টোবর International Dwarfism Awareness Day পালিত হয়।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th অক্টোবর 2024

1.Axis ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অমিতাভ চৌধুরী কে পুনরায় নিযুক্ত করা হলো।

2.ভারতীয় নির্বাচন কমিশন উজবেকিস্তানের সাথে ইলেক্টোরাল কো-অপারেশন প্যাক্ট স্বাক্ষর করল।

3.সম্প্রতি সিঙ্গাপুরে এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 সম্পন্ন হলো।

4.প্রখ্যাত Physicist এবং Gender Equity Proponent Rohini Godbole 71 বছর বয়সে প্রয়াত হলেন।

5.NIPFP 2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ কমিয়ে 6.9-7.1% নির্ধারণ করলো।

6.ভারতীয় নৌবাহিনীর সপ্তম অ্যান্টি-সাবমেরিন Warfare Shallow ওয়াটার ক্রাফট (ASW SWC), নাম 'অভয়' লঞ্চ করা হলো।

7.Apple কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে জায়গা করে নিল Nvidia.

8.লাদাখে সোলার হাইড্রোজেন ভিত্তিক মাইক্রোগ্রিড স্থাপনের জন্য NTPC এবং ভারতীয় সেনাবাহিনী জোটবদ্ধ হলো।

9.Meta সম্প্রতি IndiaAI এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) -এর সাথে জোটবদ্ধ হলো।

10.17 তম আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এন্ড এক্সপো 2024 -এর উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপিন্দার পাটেল, এটির থিম - "Standardisation and Optimisation of Urban Transport Solutions".

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th অক্টোবর 2024

1.ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য Nvidia এবং রিলায়েন্স জোটবদ্ধ হলো।

2.34 তম Capacity Building Programme (CBP) সম্পন্ন করলো ন্যাশনাল সেন্টার ফর গুড গভারন্যান্স।

3.গত 25 শে অক্টোবর নতুন দিল্লীতে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 সম্পন্ন হলো, এটির থিম - 'Drivers in Nation Building: Fueling Growth Through Comprehensive Security'.

4.প্রতি বছর 27 শে অক্টোবর World Day for Audiovisual Heritage পালিত হয়।

5.Airbus সম্প্রতি ভারতে স্টেট-অফ-দি-আর্ট হেডকোয়ার্টার এবং ট্রেনিং সেন্টার লঞ্চ করলো।

6.ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম ক্লাসে অফ 2025 এ Sharapova এবং Bryan Brothers কে অন্তর্ভুক্ত করা হলো।

7.সদ্য প্রকাশিত ফিফা সূচী অনুযায়ী ভারতীয় ফুটবল দল 125 তম স্থান অধিকার করলো।

8.নর্থ ইস্ট এন্ত্রাপ্রিনিউরশিপ কে বুস্ট করতে IIM শিলং এবং SIDBI জোটবদ্ধ হলো।

9.NBC সিরিজের বিখ্যাত টারজান চরিত্রে অভিনয় করা অভিনেতা Ron Ely 86 বছর বয়সে প্রয়াত হলেন।

10.ব্যাঙ্গালুরুর শহরতলির রেলওয়ের আরবান মোবিলিটি বাড়াতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক 2800 কোটি টাকা ফান্ডের ঘোষণা করল।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th অক্টোবর 2024

1.28 শে অক্টোবর থেকে 3 রা নভেম্বর পর্যন্ত Vigilance Awareness Week পালিত হতে চলেছে, এবছরের থিম - "Culture of Integrity for Nation's Prosperity”.

2.সেন্ট্রাল ব্যাংক রিপোর্ট কার্ডস 2024 এ RBI গভর্নর শক্তিকান্ত দাসকে A+ Grade -এ সম্মানিত করা হলো।

3.নতুন দিল্লীতে 'Digital Memorial of Valour’ -এর উন্মোচন করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF).

4.National Agriculture Cooperative Marketing Federation of India Ltd -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে দীপক আগারওয়াল কে নিযুক্ত করা হলো।

5.গুজরাটের ভদদরাতে Tata Aircraft Complex -এর যৌথ উদ্বোধন করলেন স্পেনের প্রধানমন্ত্রী Pedro Sanchez এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6.2025 সালে কেন্দ্রীয় সরকার জনগণনা শুরু করতে চলেছে, যা শেষ হবে 2026 সালে।

7.সোলার প্রজেক্ট ফাইন্যান্সিং এর জন্য Solex Energy এবং SBI জোটবদ্ধ হলো।

8.ফরেন এক্সচেঞ্জ সার্ভিসের জন্য RBI এর মান্যতা পেলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

9.World Justice Project's Rule of Law Index 2023 এ ভারত 79 তম স্থান অধিকার করলো।

10.প্রতি বছর 28 শে অক্টোবর International Animation Day পালিত হয়, এছাড়া গত 27 শে অক্টোবর Infantry Day পালিত হলো।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.