দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 11th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Latest Current Affairs 11th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th অক্টোবর 2024 | Latest Current Affairs 11th October 2024
1.ভারতের বিশিষ্ট শিল্পপতি টাটা সন্স -এর চেয়ারম্যান রতন টাটা 86 বছর বয়সে প্রয়াত হলেন।
2.গুজরাটের লোথালে National Maritime Heritage Complex (NMHC) গঠনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
3.অটল পেনশন যোজনা সম্প্রতি 7 কোটি এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা ছাড়ালো।
4.মুম্বাইতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস (IIS) -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
5.হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু একটি ট্রান্সফর্মেটিভ স্টেট গভর্মেন্ট ইনশিয়েটিভ 'Sankalp' লঞ্চ করলেন।
6.টিউনিশিয়ার রাষ্ট্রপতি পদের জন্য Kais Saied কে দ্বিতীয়বার নির্বাচিত করা হলো।
7.প্রতি বছর 10 ই অক্টোবর National Postal Day পালিত হয়, এছাড়া এই দিনটিতে World Mental Health Day পালিত হয়।
8.AIIMS এর প্রাক্তন ডিরেক্টর Dr. P. Venugopal 82 বছর বয়সে প্রয়াত হলেন।
9.লুনার পোলার এক্সপ্লোরেশন মিশনের (Lupex) মান্যতা দিলো ভারতের ন্যাশনাল স্পেস কমিশন।
10.10 টি নতুন ESIC মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী Mansukh Mandaviya.
Also Read:
Please do not share any spam link in the comment box