দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 7th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 7th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2024 | Gksolves Daily Current Affairs 7th October 2024
1.ভারতের Forex রিজার্ভ প্রথমবারের জন্য $700 বিলিয়নের মাত্রা ছাড়িয়ে গেল।
2.Chatbot Feddy কে সাপোর্ট দিতে ফেডারেল ব্যাংক এবং AI-চালিত ট্রান্সলেশন প্লাটফর্ম Bhashini -এর সাথে জোটবদ্ধ হলো।
3.9 বছর পর SCO মিটিংয়ের জন্য পাকিস্তান সফর করতে চলেছেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।
4.নাগরিক নিরাপত্তা বাড়াতে আহমেদাবাদ পুলিশ AI-Enhanced Command and Control Centre চালু করলো।
5.হিমাচল প্রদেশের পর্যটনে উন্নতি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $162 মিলিয়ন লোনের অনুমোদন দিলো।
6.গত 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো, এবছরের থিম - "Valuing Teacher Voices: Towards a New Social Contract for Education".
7.মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Claudia Sheinbaum.
8.ভারতে Clean Energy কে বুস্ট করতে Adani এবং গুগল জোটবদ্ধ হলো।
9.2024 AYUSH Medical Value Travel সামিট মুম্বাইতে অনুষ্ঠিত হলো।
10.সম্প্রতি ভারতের মেরিটাইম ডিকার্বোনাইজেশন কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box