অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024 | Gksolves Daily Current Affairs 14th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024 | Gksolves Daily Current Affairs 14th October 2024

নিচে Gksolves Daily Current Affairs 14th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th অক্টোবর 2024 | Gksolves Daily Current Affairs 14th October 2024

1.সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং SBI Card যৌথভাবে দুটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

2.রসায়নে নোবেল প্রাইজ 2024 পেলেন David Baker, Demis Hassabis এবং John Jumper.

3.রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন অজিত কুমার সাক্সেনা।

4.সুইস ন্যাশনাল ব্যাংকের (SNB) গভর্নিং বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন Martin Schlegel.

5.বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারা তার স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম 'LARA : The England Chronicles'.

6.দেশের প্রথম রাজ্য হিসেবে Co-District চালু করলো আসাম সরকার।

7.ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি ইন্টিগ্রেটেড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম 'Anna Darpan' লঞ্চ করলো।

8.UPI তে ইনস্ট্যান্ট ক্রেডিট অফার দিতে  ICICI ব্যাংক এবংPhonePe জোটবদ্ধ হলো।

9.তামিলনাডুর ডেপুটি মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Udhayanidhi Stalin.

10.অর্গানিক কৃষক এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত Pappammal 109 বছর বয়সে প্রয়াত হলেন।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.