অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024 | Gksolves Current Affairs 8th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 8th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024 | Gksolves Current Affairs 8th October 2024

নিচে Gksolves Current Affairs 8th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th অক্টোবর 2024 | Gksolves Current Affairs 8th October 2024

1.আগামী ওমেন'স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025 এর জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লোগো এবং ম্যাস্কট 'Gudiya' লঞ্চ করলেন।

2.মেঘালয়ের মুখ্যমন্ত্রী Conrad K Sangma সম্প্রতি GREEN (Grassroot level Response Towards Ecosystem Enhancement and Nurturing) Meghalaya Plus (GMP) স্কিম লঞ্চ করলেন।

3.দেশের প্রধান বিচারপতি হিসেবে প্রকাশ মান সিং কে নিযুক্ত করলো নেপাল সরকার।

4.সম্প্রতি DRDO চতুর্থ জেনারেশন VSHORADS মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো।

5.অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে Malabar 2024 নাভাল অনুশীলন সম্পন্ন হতে চলেছে।

6.মেডিসিন নোবেল প্রাইজ 2024 সম্মান পেলেন Victor Ambros এবং Gary Ruvkun.

7.প্রতি বছর 7 ই অক্টোবর World Cotton Day পালিত হয়, এছাড়া প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার (এবছর 7 ই অক্টোবর) World Habitat Day পালিত হয়।

8.DefConnect 4.0 -এর উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

9.বায়োডাইভার্সিটি 2024 এর জন্য MIDORI Prize সম্মান পেলেন Vera Voronova এবং Ysabel Agustina Calderón Carlos.

10.মহারাষ্ট্রে Banjara Virasat Museum -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.