অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024 | Gk Current Affairs 15th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024 | Gk Current Affairs 15th October 2024

নিচে Gk Current Affairs 15th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th অক্টোবর 2024 | Gk Current Affairs 15th October 2024

1.গ্লোবাল হাঙ্গার ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 105 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে বেলারুশ।

2.অর্থনীতিতে নোবেল প্রাইজ 2024 সম্মান জিতলেন  Daron Acemoglu, Simon Johnson এবং James Robinson.

3.গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের সাথে হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত।

4.টাটা গ্রুপের চ্যারিটেবল এফোর্টসের নতুন চেয়ারম্যান হিসেবে Noel Tata কে নিযুক্ত করা হলো।

5.ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC) -এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর (CMD) ও সিইও (CEO) পদে মনোজ কুমার দুবে কে নিযুক্ত করা হলো।

6.এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারতের পুরুষ এবং মহিলা দল ব্রোঞ্জ মেডেল জিতলো।

7.মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মান্যতায় Wayanad -এ  অতিউন্নত X-Band Radar স্থাপন করা হলো।

8 প্রতি বছর অক্টোবর মাসটিকে Breast Cancer Awareness মাস হিসেবে পালন করা হয়।

9.প্রতি বছর 14 ই অক্টোবর World Standards Day পালন করা হয়, এবছরের থিম - 'Advancing Health Equity through Standards'.

10.নতুন দিল্লীতে ইন্ডিয়ান চেম্বার অফ ফুড এন্ড এগ্রিকালচার India Digital Agri Conference 2024 -এর আয়োজন করলো।

Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.