দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 23rd October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 23rd October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 23rd October 2024

নিচে Daily Current Affairs in Bengali 23rd October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 23rd October 2024

1.24 তম ন্যাশনাল প্যারা-সুইমিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করলো গোয়া।

2.ঝাড়খণ্ডের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদে অজয় কুমার সিংকে নিযুক্ত করা হলো।

3.18 তম প্রবাসী ভারতীয় দিবস ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে।

4.ওড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝে পারাদ্বীপের নিকটে দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে , এটির নামকরণ করেছে কাতার।

5.আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অফিসিয়ালি  Mission Basundhara 3.0 লঞ্চ করলেন।

6.সিনিয়র ওমেন ইন্টার-ডিপার্টমেন্টাল ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ জিতলো রেললয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড (RSPB).

7.হ্যারিকেন অস্কার বাহামাসে আছড়ে পড়ে বিপুল ক্ষতি সাধন করলো।

8.কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডভিয়া 'eShram – One Stop Solution’ for Unorganised Workers' ওয়েলফেয়ার লঞ্চ করলো।

9.কয়লা সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার বিক্রম দেবদূত।

10.নতুন দিল্লীর ন্যাশনাল সায়েন্স সেন্টারে প্রথমবার Coal Gallery -এর উদ্বোধন করা হলো।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.