অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 13th October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 13th October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 13th October 2024

নিচে Daily Current Affairs in Bengali 13th October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th অক্টোবর 2024 | Daily Current Affairs in Bengali 13th October 2024

1.প্রতি বছর 12 ই অক্টোবর World Migratory Bird Day পালিত হয়।

2.জামাইকার প্রধানমন্ত্রী Andrew Holness 4 দিনের সফরে ভারতে এলেন।

3.ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের পছন্দ অনুযায়ী 38 তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে।

4.জাপানের Nihon Hidankyo Organization কে নোবেল শান্তি পুরস্কার 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.44 তম Codex Nutrition Committee মিটিংয়ে ভারত যোগদান করলো।

6.Kaimur Wildlife Sanctuary কে বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভের মান্যতা দেওয়া হলো।

7.নাভাল সিভিলিয়ানদের ইন্সুরেন্স কভারেজের জন্য ইন্ডিয়ান নেভী এবং Bajaj Allianz জোটবদ্ধ হলো।

8.UAE এডুকেশন শো তে ভারত 'Study in India' ক্যাম্পেইন লঞ্চ করলো।

9.সরকারি পরিষেবাকে আরো উন্নত করতে DigiLocker এবং UMANG App জোটবদ্ধ হলো।

10.44 তম এবং 45 তম এসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (ASEAN) সামিট Vientiane -এর Laos -এ সম্পন্ন হলো, থিম - 'ASEAN: Enhancing Connectivity and Resilience'.


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.