দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024 | Daily Current Affairs 3rd October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs 3rd October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024 | Daily Current Affairs 3rd October 2024

নিচে Daily Current Affairs 3rd October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd অক্টোবর 2024 | Daily Current Affairs 3rd October 2024


1.2025 সালের মধ্যে রাশিয়ার সীমান্তের কাছে ইস্টার্ন ফিনল্যান্ডে নর্থার্ন ল্যান্ড কমান্ড স্থাপন করতে চলেছে NATO.

2.2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ 6.6% থেকে বাড়িয়ে 6.7% নির্ধারণ করলো OECD.

3.প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে 10 সদস্যের গ্রুপ অফ মিনিস্টার্স গঠন করলো GST কাউন্সিল।

4.IndusInd ব্যাংক Sumant Kathpalia কে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিয়োগ করলো।

5.প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী Dame Maggie Smith 89 বছর বয়সে প্রয়াত হলেন।

6.মহারাষ্ট্রে 11,200 কোটি টাকার অর্থের ডেভেলপমেন্ট প্রজেক্টের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.IIFA আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ অভিনেতা - শাহরুখ খান, শ্রেষ্ঠ অভিনেত্রী - রানী মুখার্জী, শ্রেষ্ঠ সিনেমা - Animal এবং শ্রেষ্ঠ ডিরেক্টর - বিধু বিনোদ চোপড়া।

8.চতুর্থ গ্লোবাল RE-INVEST রিনউইবেল এনার্জি ইনভেস্টরস মিট এন্ড এক্সপো গুজরাটে অনুষ্ঠিত হলো।

9.ভারতের একেবারে নতুন এয়ারলাইন Shankh Air লঞ্চ হতে চলেছে।

10.প্রতি বছর 2 রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়, গত 1 লা অক্টোবর World Vegetarian Day পালিত হলো।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.