দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024 | Current Affairs In Bengali 2nd October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024 | Current Affairs In Bengali 2nd October 2024

নিচে Current Affairs In Bengali 2nd October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd অক্টোবর 2024 | Current Affairs In Bengali 2nd October 2024


1.কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Prataprao Jadhav সম্প্রতি 2024 AYUSH Medical Value Travel সামিটের উদ্বোধন করলেন।

2.বহু প্রতীক্ষিত আর্মি স্পোর্টস কনক্লেভ হোস্ট করলো ভারতীয় সেনাবাহিনী।

3.অষ্টম ভারত-কাজাখস্তান যৌথ মিলিটারি অনুশীলন KAZIND-2024 উত্তরাখণ্ডে শুরু হলো।

4.রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের (CMD) অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন A K Saxena.

5.বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 27,000 আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি।

6.নতুন একটি অ্যাসেট ক্লাস এবং liberalized Mutual Funds Lite ফ্রেমওয়ার্কের সূচনা করলো SEBI.

7.নতুন দিল্লীতে ভারতের প্রথম সরকার প্রদত্ত ফান্ডে চালিত মাল্টিমডাল AI ইনিশিয়েটিভ BharatGen এর উদ্বোধন করা হলো।

8.ভারতে ক্রুজ ট্যুরিজমকে গতি প্রদান করতে কেন্দ্রীয় পোর্টস ও শিপিং মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল 'Cruise Bharat Mission' লঞ্চ করলেন।

9.70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদাসাহেব ফালকে আওয়ার্ড পেতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

10.প্রতি বছর 1 লা অক্টোবর  International Day of Older Persons পালিত হয়, এবছরের থিম - 'Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide', এছাড়া এই দিনটিতে আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.