অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024 | Current Affairs 1st October 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st October 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024 | Current Affairs 1st October 2024

নিচে Current Affairs 1st October 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st অক্টোবর 2024 | Current Affairs 1st October 2024

1.তামিলনাড়ুর ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Udhayanidhi Stalin.

2.বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স -এর উদ্বোধন করলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI).

3.প্রখ্যাত কবি সাহিত্য একাডেমি বিজেতা Keki N.Daruwala 87 বছর বয়সে প্রয়াত হলেন।

4.জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদের দায়িত্ব নিতে চলেছেন IPS Nalin Prabhat.

5.ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে M V Shreyams Kumar কে নির্বাচিত করা হলো।

6.জাপানে Yogibo Athletics Challenge Cup এর পুরুষদের 5000m দৌড়ে গোল্ড জিতে জাতীয় রেকর্ড ভাঙলেন ভারতের Gulveer Singh.

7.ঐতিহাসিক জায়গায় স্টুডেন্টদের বিনা পয়সায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তেলেঙ্গানা রাজ্য সরকার 'Telangana Darshini' প্রোগ্রাম লঞ্চ করলো।

8.সামুদ্রিক প্রাণকে রক্ষা করতে ভারত অফিসিয়ালি Biodiversity Beyond National Jurisdiction (BBNJ) এগ্রিমেন্ট স্বাক্ষর করলো যা High Seas Treaty নামে পরিচিত।

9.টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রথম লেফ্ট আর্ম স্পিনার হিসেবে 300 টি উইকেই সংগ্রহ করলেন আলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

10.মহারাষ্ট্রের দেশি গরুকে 'Rajyamata-Gomata' স্ট্যাটাস/ট্যাগ প্রদান করলো রাজ্য সরকার।


Also Read:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.