বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 30th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 30th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 30th September 2024
1.প্রতি বছর 29 শে সেপ্টেম্বর World Heart Day পালন করা হয়, এবছরের থিম - 'Use Heart for Action'.
2.AI এবং কোয়ান্টাম রিসার্চ -এর জন্য টেক মাহিন্দ্রা এবং ইউনিভার্সিটি অফ অকল্যান্ড জোটবদ্ধ হলো।
3.গ্লোবাল ইনোভেশন ইনডেক্স 2024 এ ভারত 39 তম স্থান অধিকার করলো।
4.উজবেকিস্তানে অনুষ্ঠিত 9th Asian Infrastructure Investment Bank (AIIB) Board of Governors মিটিংয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অংশগ্রহণ করলেন।
5.Hurun India Under-35 লিস্ট 2024 এ জায়গা পেলেন Isha Ambani এবং Akash Ambani.
6.দেশজুড়ে সম্প্রতি সপ্তম Rashtriya Poshan Maah 2024 উদযাপিত হলো।
7.শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিলো দিল্লী সরকার।
8.মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বিচারপতি Suresh Kumar Kait কে এবং মেঘলয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে Indra Prasanna Mukerji কে নিযুক্ত করা হলো।
9.ওয়ার্ল্ড ট্যালেন্ট সূচী 2024 এ ভারত 58 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইজারল্যান্ড।
10.তাইওয়ান ও নেপালের পর এশিয়ার তৃতীয় দেশ হিসেবে একই লিঙ্গের মধ্যে বিবাহের মান্যতা দিলো থাইল্যান্ড।
Also Read:
Please do not share any spam link in the comment box