বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 29th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 29th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 29th September 2024
1.ইতিহাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস।
2.ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (DST) ওমেন ইন স্পেস লিডারশিপ প্রোগ্রাম ইনিশিয়েটিভ লঞ্চ করলো।
3.বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে দিল্লির গভর্ণর L. G. Saxena "Dust Free Drive" লঞ্চ করলেন।
4.নাগপুরে Oxygen Bird Park এর উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাদকারী।
5.সমস্যাহীন মার্কেট অ্যাকসেসের জন্য Foreign Portfolio Investor Outreach Cell লঞ্চ করলো SEBI.
6.পর্যটন মন্ত্রক সম্প্রতি Paryatan Mitra এবং Didi ইনিশিয়েটিভ -এর উন্মোচন করলো।
7.জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী Shigeru Ishiba.
8.তাসখন্দে ভারত এবং উজবেকিস্তান দ্বিপাক্ষিক ইনভেস্টমেন্ট ট্রিটি স্বাক্ষর করলো।
9.NCS পোর্টালের মাধ্যমে চাকরির সুযোগ বাড়াতে আমাজন ইন্ডিয়া এবং শ্রম মন্ত্রক জোটবদ্ধ হলো।
10.প্রতি বছর 28 শে সেপ্টেম্বর World Rabies Day পালিত হয়, এবছরের থিম - Breaking Rabies Boundaries", এছাড়া গত 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box