বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 9th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 9th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 9th September 2024

নিচে Bengali Current Affairs 9th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 9th September 2024

1.প্রতিবছর 8 ই সেপ্টেম্বর International Literacy Day পালিত হয়।

2.প্যারালিম্পিক 2024 -এ হাই জাম্প T64 ইভেন্টে প্রবীণ কুমার গোল্ড মেডেল জিতলেন।

3.মুম্বাইতে ই-গভর্নান্স -এর উপর 27তম ন্যাশনাল কনফারেন্স -এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী Eknath Shinde.

4.Axis ব্যাংক লিমিটেড ইনোভেটিভ ডিজিটাল সলিউশন 'UPI-ATM' এবং 'Bharat Connect for Business' লঞ্চ করলো।

5.FinTech সেক্টরে ইনোভেশন এবং রিসার্চ বুস্ট করতে IIM কোঝিকড়ে এবং রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব চুক্তি স্বাক্ষর করলো।

6.FICCI আয়ুষ্মান খুরানা এবং নীরাজ চোপড়াকে ইয়ুথ আইকন অফ ইন্ডিয়া আওয়ার্ড 2024 -এ সম্মানিত করলো।

7.2025 থেকে 20th আগস্ট দিনটিকে Sootea Day হিসেবে পালন করবে বলে ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

8.মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি Brindavan Gram স্কিম এবং গীতা ভবন প্রজেক্ট লঞ্চ করলো।

9.দেশ জুড়ে এনার্জি এফিসিয়েন্সি প্রমোট করতে National Test House এবং Bureau of Energy Efficiency চুক্তি স্বাক্ষর করলো।

10.কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী 'Rashtriya Poshan Maah 2024' লঞ্চ করলেন।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.