অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 7th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 7th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 7th September 2024

নিচে Bengali Current Affairs 7th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 7th September 2024

1.প্রথম জয়েন্ট কমান্ডার'স কনফারেন্স অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস লাখনৌ তে অনুষ্ঠিত হলো।

2.ভারতের প্রথম প্যারালিম্পিক জুডো মেডেল (ব্রোঞ্জ) জিতে ইতিহাস গড়লেন Kapil Parmar.

3.'Jal Sanchay Jan Bhagidari' নামক অভিনব ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি 'VisioNxt Fashion Forecasting Initiative' লঞ্চ করলেন।

5.দক্ষিন কোরিয়ার Incheon -এ অনুষ্ঠিত 20th Heads of Asian Coast Guard Agencies Meeting (HACGAM) -এ অংশগ্রহণ করলো ভারতীয় কোস্ট গার্ড।

6.দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য Braille ইন্সুরেন্স পলিসি আনতে চলেছে স্টার হেল্থ।

7.UAE Accountability Authority -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারতের কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (CAG).

8.Central Depository Services (India) Limited (CDSL) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Nehal Vora.

10.TIME100 Most Influential People in AI 2024 তালিকায় সুন্দর পিচাই, অশ্বিনী বৈষণাও সহ অনিল কাপুর, নন্দন নিলেকানি প্রমুখ স্থান পেলেন।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.