বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 3rd September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 3rd September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 3rd September 2024
1.7ম Rashtriya Poshan Maah 2024 লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
2.ভারতীয় সুপ্রিমকোর্টের 75 বছর উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Commemorative Stamp প্রকাশ করলেন।
3.Indian Oil Corporation Ltd. (IOCL) -এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন ভি সতীশ কুমার।
4.এয়ার স্টাফের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল Tejinder Singh.
5.বিহারের রাজগীর 2024 ওমেন'স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করতে চলেছে।
6.প্যারালিম্পিক 2024 এ মহিলাদের 10m এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতলো Rubina Francis.
7.প্রথম ভারতীয় মহিলা হিসেবে এথলেটিক্সে দুটি প্যারালিম্পিক মেডেল জিতে ইতিহাস গড়লেন Preethi Pal.
8.প্রতিবছর 1 থেকে 7 ই সেপ্টেম্বর National Nutrition Week পালিত হয়।
9.এয়ার মার্শাল Ashutosh Dixit সেন্ট্রাল এয়ার কমান্ড -এরএয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব নিলেন।
10.নতুন দিল্লীতে অনুষ্ঠিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Also Read:
Please do not share any spam link in the comment box