বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 28th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 28th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 28th September 2024

নিচে Bengali Current Affairs 28th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 28th September 2024

1.83 তম CSIR (Council of Scientific and Industrial Research) প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।

2.ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে ক্লাইমেট ডেটাকে বুস্ট করতে IDB এবং UNDP জোটবদ্ধ হলো।

3.GlobE Network এর 25 সদস্যের স্টিয়ারিং কমিটিতে ভারতকে নির্বাচিত করা হলো।

4.তিনটি PARAM Rudra সুপার কম্পিউটারের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.শিল্পপতি Deepak C Mehta কে  (ICCIndian Chemical Council) লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড 2023 সম্মানে সম্মানিত করা হলো।

6.ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ক্রিকেটার Dwayne Bravo সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন।

7.দিল্লীতে দি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডরাইজেশন এসেম্বলি (WTSA2024) হোস্ট করতে চলেছে ভারত।

8.L.69 এবং C-10 গ্রূপিংস অফ নেশনসের প্রথম জয়েন্ট মিনিস্টারিয়াল মিটিং -এ অংশগ্রহণ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

9.IBSF ওয়ার্ল্ড মেন'স 6, 2024 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপে Kamal Chawla গোল্ড জিতলেন।

10.ব্যাঙ্গালোরের C-DoT -এ 5G Open RAN টেস্টিং ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya Scindia.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.