অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 27th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 27th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 27th September 2024

নিচে Bengali Current Affairs 27th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 27th September 2024

1.টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং ইন্ডিয়া-স্পেসিফিক ফ্যাশন ট্রেন্ড বই 'Paridhi 24x25' লঞ্চ করলেন।

2.2024 বর্ষের জন্য ভারতের GDP গ্রোথ বাড়িয়ে 7.1% নির্ধারণ করলো Moody's.

3.দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মনমোহন কে নিযুক্ত করা হলো, এছাড়া হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি Rajiv Shakdher.

4.ভারতের DRDO এবং আইআইটি দিল্লী ABHED নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো।

5.মেধাবী স্টুডেন্টদের সাহায্য করতে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা CM-SATH স্কিম লঞ্চ করলেন।

6.বাংলাদেশের অল-রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

7.ব্যাংক অফ বরোদা এবং EaseMyTrip জোটবদ্ধ হয়ে কো-ব্র্যান্ডেড ট্রাভেল ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

8.Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI) 2024-2027 এর জন্য চেয়ারম্যানশিপের দায়িত্ব নিলেন ভারতের CAG গিরিশ চন্দ্র মুর্মু।

9.ক্ষুদ্র ব্যবসার মালিকদের জন্য Axis ব্যাংক এবং মাস্টারকার্ড জোটবদ্ধ হয়ে MyBiz Credit Card লঞ্চ করলো।

10.2024 অর্থবর্ষে জন্য ভারতের GDP গ্রোথ রেট 7% এবং 2025 বর্ষের জন্য 7.2% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.