বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 26th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 26th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 26th September 2024

নিচে Bengali Current Affairs 26th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 26th September 2024

1.2024 Hangzhou ওপেন পুরুষদের ডাবলস বিভাগে খেতাব জিতলেন ভারতের Jeevan Nedunchezhiyan এবং Vijay Sundar Prashanth জুটি।

2.নিউইয়র্কের 79 তম UN জেনারেল এসেম্বলি সেশনের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর Axiom - 4 মিশনে পাইলট হয়ে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় মহাকাশচারী Shubhanshu Shukla.

4.পুনে এয়ারপোর্টের নাম পরিবর্তন করে জগৎগুরু Sant Tukaram Maharaj -এর নামে রাখতে চলেছে মহারাষ্ট্র সরকার।

5.কৃষকদের এবং উদ্যোগপতিদের সাহায্য করতে মিজোরাম সরকার 'Bana Kaih' স্কিম লঞ্চ করলো।

6.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি US এর রাষ্ট্রপতি জো বিডেন কে একটি সিলভার ট্রেন মডেল উপহার দিলেন।

7.জাপান সাগরে রাশিয়া এবং চীন নৌ-অনুশীলন 'Beibu/Interaction – 2024' শুরু করলো।

8.একেবারে নতুন এবং শক্তিশালী সুইসাউড ড্রোন 'Shahed-136B' নিয়ে আসলো ইরান।

9.ভারতের রাবার রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড চুক্তি স্বাক্ষর করলো।

10.2024 এশীয় পাওয়ার ইনডেক্সে জাপান কে অতিক্রম করে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেলো ভারত।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.