বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 25th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 25th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 25th September 2024
1.নতুন গ্লোবাল ক্লাইমেট 'Loss and Damage' ফান্ড Ibrahima Cheikh Diong কে ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো।
2.রাজস্থানের জয়পুরে সৈনিক স্কুলের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
3.ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) প্রধান হিসেবে সিনিয়র IPS অফিসার অলোক রঞ্জনকে নিযুক্ত করা হলো।
4.নতুন দিল্লীতে কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাওয়ারের (CSIRT-Power) উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল।
5.US এর সাথে জোটবদ্ধ হয়ে ভারত এই প্রথম ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট লঞ্চ করতে চলেছে।
6.মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 খেতাব জিতলেন গুজরাটের Rhea Singha.
7.32 তম একালব্য পুরস্কার 2024 পেতে চলেছেন ওড়িশার প্রখ্যাত সাঁতারু প্রত্যাশা রায়।
8.রিলায়েন্স হোম ফাইন্যান্স কেসে Jai Anmol Ambani কে 1 কোটি টাকা ফাইন করলো SEBI.
9.সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির প্রধান হিসেবে অমিত গর্গকে নিযুক্ত করা হলো।
10.শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন Harini Amarasuriya.
Also Read:
Please do not share any spam link in the comment box