অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 22nd September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 22nd September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 22nd September 2024

নিচে Bengali Current Affairs 22nd September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 22nd September 2024

1.মহারাষ্ট্রে PM মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন এবং অ্যাপারেল পার্কের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হিসেবে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে নিযুক্ত করা হলো।

3.আন্দামান-নিকোবরের 21 টি দ্বীপ সমূহতে Open Water Swimming Expedition এর শুভ সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

4.Miss India Worldwide 2024 -এর খেতাব জিতলেন USA -এর Dhruvi Patel.

5.YES ব্যাংক এবং Paisabazaar মিলিতভাবে 'PaisaSave' নামক ক্যাশব্যাক ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

6.হাঙ্গেরিতে অনুষ্ঠিত FIDE 100 Awards -এ Magnus Carlsen এবং Judit Polgar শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে সম্মানিত করা হলো।

7.ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন Nikhat Zareen তেলেঙ্গানা পুলিশের DSP হিসেবে যোগদান করলো।

8.একটানা দুবছর স্টেট ফুড সেফটি ইনডেক্সে শীর্ষস্থান ধরে রাখলো কেরল।

9.হকি পাঞ্জাব উত্তরপ্রদেশকে হারিয়ে 14 তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জিতলো।

10.প্রতিবছর 21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Cultivating a Culture of Peace'.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.