অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 21st September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 21st September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 21st September 2024

নিচে Bengali Current Affairs 21st September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 21st September 2024


1.মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নতুন দিল্লীতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 -এর তৃতীয় সংস্করণ হোস্ট করতে চলেছে।

2.ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি দ্বারা আয়োজিত Inclusion Conclave এর দ্বিতীয় সংস্করণ -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: মনসুখ মান্ডভিয়া।

3.2026 কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে গ্লাসগোতে।

4.মধ্য প্রদেশের উজজয়িনীতে Safai Mitra Sammelan -এ অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5.ভারতের মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ অলিম্পিক পদক জয়ী মানু ভাকের কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো।

6.এ বছর থেকে প্রতি বছরের 20 ই সেপ্টেম্বর World Cleanup Day পালিত হতে চলেছে।

7.ডিপার্টমেন্ট অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন এবং মিনিস্ট্রি অফ জলশক্তি International WASH (Water, Sanitation, and Hygiene) কনফারেন্স 2024 -এর আয়োজন করলো।

8.অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে Divya Kala Mela এর 19 তম সংস্করণের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল Shri S. Abdul Nazeer.

9.ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ভারতের প্রথম ফ্যাশন ফোরকাস্টিং ইনিশিয়েটিভ VisioNxt লঞ্চ করলো।

10.Animation, Visual Effects, Gaming, Comics, and Extended Reality (AVGC-XR) -এর উপর ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.