অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 20th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 20th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 20th September 2024

নিচে Bengali Current Affairs 20th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 20th September 2024


1.একটানা ছয় বছর Rashtriya Ispat Nigam Limited (RINL) CII-GBC ন্যাশনাল এনার্জি লিডার আওয়ার্ড জিতলো।

2.79 তম ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি সেশন শুরু হলো।

3.Wilmington -এ আগামী 21 শে সেপ্টেম্বর QUAD লিডার্স সামিট অনুষ্ঠিত হতে চলেছে।

4.রিয়েল টাইম এয়ারপোর্ট ডেটার জন্য 'Aviio' এপ্লিকেশন লঞ্চ করলো আদানী এয়ারপোর্ট।

5.মুম্বাইতে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের উপর Akurli ব্রিজের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

6.পাঁচটি যুগান্তকারী এগ্রিমেন্ট করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করলো ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE).

7.বিশ্বের বৃহত্তম লো-কার্বন হাইড্রোজেন ফাসিলিটি গড়ে তোলার জন্য ADNOC এবং ExxonMobil জোটবদ্ধ হলো।

8.ভারতের নৌ-শক্তিকে বাড়াতে কোচিন শিপইয়ার্ড Anti-Submarine Warfare Vessels 'Malpe' এবং 'Mulki' লঞ্চ করলো।

9.উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাকে প্রাধান্য দিতে কেন্দ্রীয় সরকার Partnerships for Accelerated Innovation and Research (PAIR) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।

10.মিনিস্ট্রি অফ স্টিল নতুন দিল্লীতে 'Greening steel : Pathway to Sustainability' নামক ইভেন্টের আয়োজন করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.