বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 17th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 17th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 17th September 2024
1.চন্দ্রায়ন - 4 মিশনের মান্যতা দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
2.MSCI All Country World Investable Market ইনডেক্সে (ACWI IMI) ভারত ষষ্ঠ বৃহত্তম মার্কেট হিসেবে জায়গা করে নিলো।
3.2030 সালের মধ্যে রিনিউইবেল এনার্জিতে বিভিন্ন কোম্পানি, ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান 32.5 ট্রিলিয়ন টাকা বিনিয়োগ করতে চলেছে।
4.এশিয়ার সবথেকে Photogenic UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো কম্বোডিয়ার অঙ্কর ভাট।
5.অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লীতে কেন্দ্রীয় বাজেট 2024-25 -এ উল্লেখিত NPS Vatsalya স্কিম লঞ্চ করলেন।
6.Next Generation Launch Vehicle (NGLV) -এর মান্যতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী পরিষদ।
7.সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্টে সহযোগিতা বাড়াতে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়ই রাজি হলো।
8.উচ্চ-পর্যায়ের কমিটি দ্বারা প্রস্তাবিত 'এক দেশ এক নির্বাচন' -এর সুপারিশ কেন্দ্র সরকারের কাছ থেকে মান্যতা পেলো।
9.ডিজাস্টার রিলিফের জন্য 12,554 কোটি টাকার বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার।
10.ভারতের নিজস্ব স্পেস স্টেশন Bharatiya Anatriksh Station -এর প্রথম ইউনিট 2028 এর গঠনের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
Also Read:
Please do not share any spam link in the comment box