অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 15th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 15th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 15th September 2024

নিচে Bengali Current Affairs 15th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 15th September 2024


1.জম্মু-কাশ্মীরের আগামী এসেম্বলি নির্বাচনের জন্য 'Vote Ka Tyohar' থিম সং লঞ্চ করা হলো।

2.মহিলাদের একক বিভাগে বেলজিয়াম আন্তর্জাতিক ব্যাডমিন্টন ট্যুর্নামেন্ট জিতলো ভারতের Anmol Kharb.

3.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ফ্ল্যাগশিপ স্কিম ' Subhadra' লঞ্চ করলেন।

4.UAE -এর বিভিন্ন ফিল্ড অফ এক্সেলেন্স -এ যে সব মহিলাদের অবদান রয়েছে তাদের Indian Women Dubai আওয়ার্ড 2024 -এ বিশেষভাবে সম্মানিত করা হলো।

5.17 - 20 ই সেপ্টেম্বর পর্যন্ত India Water Week -এর আয়োজন করলো মিনিস্ট্রি অফ জল শক্তি।

6.প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে Saleema Imtiaz কে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে মনোনীত করা হলো।

7.South Indian International Movie Awards (SIIMA) 2024 -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন ঐশ্বর্য রায় বচ্চন।

8.সিনিয়র IPS অফিসার অমৃত মোহন কে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হলো।

9.ফ্রান্সে আয়োজিত WorldSkills 2024 -এ 4 টি ব্রোঞ্জ মেডেল এবং 12 টি Medallions of Excellence জিতলো ভারত।

10.প্রতি বছর 17 ই সেপ্টেম্বর  World Patient Safety দিবস পালিত হয়, এবছরের থিম - 'Improving diagnosis for patient safety'.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.