বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 14th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 14th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 14th September 2024

নিচে Bengali Current Affairs 14th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 14th September 2024


1.ডায়মন্ড লীগের ফাইনালে মাত্র 0.01 cm জন্য প্রথম হতে না পেরে দ্বিতীয় স্থান অধিকার করলেন নীরাজ চোপড়া।

2.ইরান সম্প্রতি গবেষণার নিরিখে  Chamran-1 স্যাটেলাইট লঞ্চ করলো।

3.বিশাখাপত্তনমে  The Kalvari Submarine Escape Training Facility (VINETRA) -এর কমিশন করলেন ভাইস এডমিরাল Rajesh Pendharkar.

4.মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে 'Samvidhan Mandir' -এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।

5.ভারত সরকারের লঞ্চ করা Operation Sadbhav -এর অধীনে ভিয়েতনামকে US$ 1 মিলিয়ন হিউম্যানিটারিয়ান রিলিফ পাঠানো হলো।

6.Typhoon Bebinca ফিলিপিন্স, জাপান এবং চীনের উপকূলে আছড়ে পড়ে আঘাত হানলো।

7.গত 15 ই সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালিত হলো, এবছরের থিম - 'Innovating for a Sustainable Future'.

8.76তম Emmy আওয়ার্ড বিজেতা : আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ - Shogun, আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ - Hacks, শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা) - Hiroyuki Sanada এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা) - Anna Sawai.

9.McLaren এর Oscar Piastri আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন, এটি তার প্রথম খেতাব।

10.প্রতি বছর 16 ই সেপ্টেম্বর International Day for the Preservation of the Ozone Layer বা বিশ্ব ওজন দিবস পালন করা হয়।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.