বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 13th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 13th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 13th September 2024
1.3435 কোটি টাকা অর্থের PM-eBus Sewa-Payment সিকিউরিটি মেকানিজম (PSM) স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
2.ফিশারিজ ইন্ডাস্ট্রি ওয়ার্কারদের জন্য ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং।
3.উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত ইন্ডিয়া এক্সপো মার্টে SEMICON India 2024 -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4.2024-25 থেকে 2028-29 পর্যন্ত 70,125 কোটি অর্থের Pradhan Mantri Gram Sadak Yojana - IV -এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
5.'Mission Mausam' -এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ₹2,000 কোটি টাকা বরাদ্দ করলো।
6.গত 11 ই সেপ্টেম্বর National Forest Martyrs Day পালিত হলো।
7.Persons with Disabilities -দের জন্য জাতীয় আইকন হিসেবে পদক জয়ী প্যারালিম্পিক খেলোয়াড় Sheetal Devi এবং Shri Rakesh Kumar কে নিযুক্ত করলো নির্বাচন কমিশন।
8.Sushil Kumar Shinde -এর আত্মীজীবনী বই রূপে প্রকাশিত হলো যার শিরোনাম 'Five Decades in Politics', এটি লিখেছেন বর্ষীয়ান সাংবাদিক Rasheed Kidwai.
9.ইলেকট্রিক ভেহিকেল রিভলিউশনের জন্য PM E-DRIVE স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
10.15 জন ব্যক্তিত্বকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল আওয়ার্ড 2024 -এ সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Also Read:
Please do not share any spam link in the comment box