বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 11th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 11th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 11th September 2024
1.হায়দ্রাবাদের নিকটে AI City তৈরির জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস এসোসিয়েশনের সাথে চুক্তি স্বাক্ষর করলো তেলেঙ্গানা সরকার।
2.2026 এশিয়ান গেমসে ডেমনস্ট্রেশন স্পোর্টস হিসেবে জায়গা করে নিলো Yogasana.
3.Jessica Pegula কে হারিয়ে Aryna Sabalenka US ওপেন 2024 মহিলাদের একক বিভাগের খেতাব জিতলেন।
4.চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G স্মার্টফোন বাজারের তকমা পেলো ভারত।
5.বিশ্বের প্রথম এশিয়ার রাজা শকুন সংরক্ষণ কেন্দ্র উত্তর প্রদেশে উদ্বোধন করা হলো।
6.ভারত এবং ইউএস এর মধ্যে 20 তম যৌথ মিলিটারি অনুশীলন YUDH ABHYAS-2024 সম্পন্ন হলো।
7.প্যারালিম্পিক 2024 এর সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী হলেন Harvinder Singh এবং Preeti Pal.
8.ইজরায়েলের Tower Semiconductor এবং ভারতের আদানী গ্রুপ ভারতের Chip প্রজেক্ট -এ $10 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে।
9.আশা স্কলারশিপ প্রোগ্রামের তৃতীয় সংস্করণ লঞ্চ করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন।
10.পঞ্চম ভারত-মালদ্বীপ ডিফেন্স কো-অপারেশন ডায়ালগ নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box