বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 10th September 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 10th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 10th September 2024

নিচে Bengali Current Affairs 10th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 10th September 2024

1.95% ভোট পেয়ে আলজেরিয়ান রাষ্ট্রপতি Abdelmadjid Tebboune দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হলেন।

2.ক্যাটাগরি-1 -এ সুরাট, জবলপুর এবং আগ্রাকে Swachh Vayu Survekshan আওয়ার্ড -এ সম্মানিত করলেন রাজস্থান মুখ্যমন্ত্রী ভুপিন্দার যাদব।

3.IAS অফিসার তুহিন কান্ত পান্ডেকে ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত করলো ভারত সরকার।

4.ক্রোয়েশিয়া তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অরুণ গোয়েলকে নিযুক্ত করা হলো।

5.ন্যাশনাল হেল্থ মিশনের স্টেট মিশন ডিরেক্টর হিসেবে বিনয় গোয়েলকে নিযুক্ত করা হলো।

6.ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

7.'200 Not Out' নামক ডকুমেন্টারি রিলিজের সাথে Mumbai Samachar -এর লিগাসিকে সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

8.ফ্রেঞ্চ রাষ্ট্রপতি Emmanuel Macron ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে Michel Barnier কে নিযুক্ত করলেন।

9.অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে রণধীর সিংকে নিযুক্ত করা হলো।

10.Taylor Fritz কে হারিয়ে 2024 US ওপেন খেতাব জিতলেন Jannik Sinner.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.