দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024 | Today Current Affairs In Bengali 29th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024 | Today Current Affairs In Bengali 29th August 2024

নিচে Today Current Affairs In Bengali 29th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024 | Today Current Affairs In Bengali 29th August 2024


1.Mpox -এর জন্য দেশীয় পদ্ধতিতে RT-PCR টেস্ট কিট তৈরি করলো ভারত।

2.ICC ইমার্জিং এশিয়া ব্যাঙ্কিং কনক্লেভে Jana Small Finance ব্যাংক 4 টি পুরস্কার জিতলো।

3.রাজস্থান এবং মধ্যপ্রদেশ 'Shri Krishna Gaman Path' নির্মাণ করতে চলেছে।

4.পাঞ্জাবের পাঁচ বছর বয়সী Teghbir Singh সম্প্রতি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলো।

5.গ্লোবাল ই-কমার্স জায়ান্ট Amazon সম্প্রতি ভারতে AI চালিত conversational shopping assistant 'Rufus' লঞ্চ করলো।

6.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহ কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন  Greg Barclay.

7.ইজিপ্ট ইন্টারন্যাশনাল এয়ারশো তে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার Sarang Helicopter Display Team.

8.অলিম্পিক সাইকেল আরোহী Daniela Chirinos 51 বছর বয়সে প্রয়াত হলেন।

9.টাটা AIA লাইফ ইন্সুরেন্স সম্প্রতি  'Sampoorna Raksha Promise' লঞ্চ করলো।

10.'Unified Lending Interface' -এর সূচনা করলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্ণর শক্তিকান্ত দাস।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.