দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Sports Current Affairs 27th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Sports Current Affairs 27th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th আগস্ট 2024 | Sports Current Affairs 27th August 2024
1.দ্বিতীয় ভারত-সিঙ্গাপুর মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে।
2.নিউ পেনশন স্কিমের পরিবর্তে ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পেতে চলেছে 23 লক্ষ সরকারী কর্মচারী।
3.1 লক্ষ নতুন 'Lakhpati Didis' -এর মধ্যে সার্টিফিকেট বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4.5 বছরের জন্য Lok Janshakti Party -এর প্রেসিডেন্ট হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan কে নিযুক্ত করা হলো।
5.কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে নতুন 5 টি জেলা গঠনের ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
6.ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) -এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে সঞ্জীব রায়নাকে নিযুক্ত করা হলো।
7.ম্যাক্স ভার্সটাপ্পনকে হারিয়ে Dutch Grand Prix 2024 খেতাব জিতলেন Lando Norris.
8.জাতীয় মহাকাশ দিবসের উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 'Sapno ki Udaan' নামক ই-ম্যাগাজিন লঞ্চ করলেন।
9.ভারত সম্প্রতি বিশ্বের প্রথম মোবাইল হাইব্রিড রকেট 'RHUMI-1' লঞ্চ করলো।
10.মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্টে মেজর সাস্টেনেবল ড্রাইভ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।
Also Read:
Please do not share any spam link in the comment box