অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024 | Speedy Current Affairs 16th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 16th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024 | Speedy Current Affairs 16th August 2024

নিচে Speedy Current Affairs 16th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024 | Speedy Current Affairs 16th August 2024

1.ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO সম্প্রতি লং রেঞ্জ গ্লাইড বোমা 'GAURAV' -এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো।

2.অ্যান্টি-ডোপিং বিধি ভাঙার জন্য প্যারা শাটলার প্রমোদ ভগতকে সাসপেন্ড করা হলো।

3.78 তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 103 টি গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রদান করলেন।

4.নেপালের মুনাল স্যাটেলাইট লঞ্চে সাহায্য করতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং NewSpace India Limited চুক্তি স্বাক্ষর করলো।

5.কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং সম্প্রতি 'Amrit Gyan Kosh' এবং 'Faculty Development' পোর্টাল লঞ্চ করলেন।

6.ভারতীয় বায়ু সেনা, মালয়েশিয়ান এয়ার ফোর্সের সাথে সফলভাবে অনুশীলন 'Udara Shakti 2024' সম্পন্ন করলো।

7.Axis ব্যাংক এবং Visa ভারতে 'PRIMUS' নামক ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

8.জার্মানির TKMS -এর সাহায্যে মাজগাঁও ডক শিপবিল্ডার কে 6 টি সাবমেরিন তৈরির মান্যতা দিলো ভারতীয় নেভী।

9.আয়ুর্বেদিক রিসার্চ এবং এডুকেশনকে বুস্ট করতে Amity University -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA).

10.ভারতের প্রথম 24×7 Grain ATM লঞ্চ করার জন্য ওড়িশা সরকার,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) সাথে জোটবদ্ধ হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.