দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Speedy Current Affairs 12th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2024 | Speedy Current Affairs 12th August 2024
1.আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট-08 লঞ্চের মধ্য দিয়ে 55 তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে ISRO.
2.চতুর্থ CAVA ওমেন'স ভলিবল নেশন্স লীগ 2024 জিতলো ভারতীয় মহিলা দল।
3. Top 10 Richest গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক 2024 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো US -এর Federal Reserve System.
4.প্যারিস অলিম্পিক 2024 এর জ্যাভলিন ইভেন্টে নীরাজ চোপড়া সিলভার এবং কুস্তিতে Aman Sehrawat ব্রোঞ্জ পদক জিতলেন।
5.ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স -এর অ্যাডিশনাল সেক্রেটারি পদে আশুতোষ অগ্নিহোত্রীকে নিযুক্ত করা হলো।
6.পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তিত্ব Shobhana Ranade 99 বছর বয়সে প্রয়াত হলেন।
7.টিম চন্দ্রায়ন - 3 কে তাদের অসামান্য অবদানের জন্য Vigyan Team সম্মানে সম্মানিত করা হলো।
8.বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে চলেছেন নোবেল পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস।
9.ভারতের বর্ষীয়ান নাগরিকদের জন্য 'DBS Golden Circle' ব্যাংকিং প্রোগ্রাম লঞ্চ করলো DBS ব্যাংক ইন্ডিয়া।
10.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর পদে রানা আশুতোষ কুমার সিংকে নিযুক্ত করা হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box