অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF | Research Institutes in India PDF

ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Research Institutes in India PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF. নিচে ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র ও অবস্থান PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Research Institutes in India PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF | Research Institutes in India PDF


আজ ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF টি আমরা আজ শেয়ার করছি, যেটিতে ভারতের প্রায় সমস্ত ধরনের গবেষণা কেন্দ্রের নামের তালিকা বাংলায় উল্লেখিত আছে। জিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এটি । চাকরীর পরীক্ষাতে গবেষনাগার থেকে প্রশ্ন আসে; যেমন- ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কোথায় রয়েছে? ইত্যাদি।




ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF | Research Institutes in India PDF

গবেষণাগার

অবস্থান

গবেষণাগার

কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার

দেরাদুন

কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার

ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার

দেরাদুন

ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার

ভারতীয় কৃষি গবেষণাগার

নিউ দিল্লী

ভারতীয় কৃষি গবেষণাগার

কেন্দ্রীয় সড়ক গবেষণাগার

নিউ দিল্লী

কেন্দ্রীয় সড়ক গবেষণাগার

সর্ব ভারতীয় ম্যালেরিয়া গবেষণাগার

নিউ দিল্লী

সর্ব ভারতীয় ম্যালেরিয়া গবেষণাগার

কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার

দিল্লী

কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার

ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ

পুনে ও দিল্লী

ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ

বস্ত্র গবেষণাগার

পুনে

বস্ত্র গবেষণাগার

জাতীয় বিমান গবেষণাগার

বেঙ্গালুরু

জাতীয় বিমান গবেষণাগার

জাতীয় যক্ষ্মা গবেষণাগার

বেঙ্গালুরু

জাতীয় যক্ষ্মা গবেষণাগার

ভারতীয় মহাকাশ গবেষণাগার

বেঙ্গালুরু

ভারতীয় মহাকাশ গবেষণাগার

জাতীয় উদ্ভিদ গবেষণাগার

লখনউ

জাতীয় উদ্ভিদ গবেষণাগার

মৃত্তিকা গবেষণাগার

দেরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রা, যোধপুর

মৃত্তিকা গবেষণাগার

উচ্চতা বিষয়ক গবেষণাগার

গুলমার্গ

উচ্চতা বিষয়ক গবেষণাগার

বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার

চণ্ডীগড়

বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার

ভারতীয় ক্যান্সার গবেষণাগার

মুম্বাই

ভারতীয় ক্যান্সার গবেষণাগার

পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার

হরিণঘাটা

পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার

কেন্দ্রীয় চামড়া গবেষণাগার

চেন্নাই

কেন্দ্রীয় চামড়া গবেষণাগার

জাহাজ গবেষণাগার

চেন্নাই

জাহাজ গবেষণাগার

কেন্দ্রীয় গম গবেষণাগার

পুসা

কেন্দ্রীয় গম গবেষণাগার

কেন্দ্রীয় পাট গবেষণাগার

ব্যারাকপুর

কেন্দ্রীয় পাট গবেষণাগার

কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার

জুনপুট

কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার

কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার

মহীশুর

কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার

জাতীয় পুষ্টি গবেষণাগার

হায়দ্রাবাদ

জাতীয় পুষ্টি গবেষণাগার

কেন্দ্রীয় ধান গবেষণাগার

কটক

কেন্দ্রীয় ধান গবেষণাগার

কেন্দ্রীয় নারকেল গবেষণাগার

কাসারগড়

কেন্দ্রীয় নারকেল গবেষণাগার

কেন্দ্রীয় চা গবেষণাগার

টোকলাই ও জোরহাট

কেন্দ্রীয় চা গবেষণাগার

কেন্দ্রীয় কফি গবেষণাগার

কাসারগড় ও চিকমাগালুর

কেন্দ্রীয় কফি গবেষণাগার

কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার

নাগপুর

কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার

জাতীয় চিনি গবেষণাগার

কানপুর

জাতীয় চিনি গবেষণাগার

জাতীয় দুগ্ধ গবেষণাগার

কার্নাল

জাতীয় দুগ্ধ গবেষণাগার

কেন্দ্রীয় আখ গবেষণাগার

কোয়েম্বাটুর

কেন্দ্রীয় আখ গবেষণাগার

কেন্দ্রীয় আলু গবেষণাগার

শিমলা

কেন্দ্রীয় আলু গবেষণাগার

কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার

ধানবাদ

কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার

কেন্দ্রীয় তামাক গবেষণাগার

রাজামুন্দ্রি

কেন্দ্রীয় তামাক গবেষণাগার

কেন্দ্রীয় খনি গবেষণাগার

ধানবাদ

কেন্দ্রীয় খনি গবেষণাগার

কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার

লখনউ

কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার

জাতীয় সমুদ্র গবেষণাগার

পানাজি

জাতীয় সমুদ্র গবেষণাগার



ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF | Research Institutes in India PDF



(১) কেন্দ্রীয় গম গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ পুসা

(২) কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ কটক

(৩)  ড্রাগ গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ লক্ষ্ণৌ

(৪) কেন্দ্রীয় পাট গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ ব্যারাকপুর

(৫)  মৃত্তিকা গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ দেরাদুন

(৬)  কেন্দ্রীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ থুম্বা

(৭)  বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ পুণে

(৮)  সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ সিমলা

(৯)  কফি গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ কাসারগড়

(১০)  মৎস্য গবেষনাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ জুনপুট


Download ভারতের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF


File Details:-

File Name:- ভারতের বিভিন্ন গবেষণাগার PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download







[ঘোষণা : যদি এই PDF টি ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় ,তা আপনারা নীচের কমেন্ট Box এ কমেন্ট করে জানানGksolves যত দ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবে।]



পোস্ট টি অবশ্যই বন্ধুদের সাথে Facebook,WhatsApp এ শেয়ার করুন নিচের শেয়ার লিংক থেকে 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.