দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Recent Current Affairs 22nd August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Recent Current Affairs 22nd August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd আগস্ট 2024 | Recent Current Affairs 22nd August 2024
1.দুই দিন ব্যাপী ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রিজিওনাল কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে।
2.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হতে চলেছেন BCCI সেক্রেটারি জয় শাহ।
3.দেশ জুড়ে National Handloom Development Programme এবং Raw Material Supply Scheme -এর বাস্তবায়ন করতে চলেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল।
4.Thermal (PROMPT) প্রজেক্টের অনলাইন মনিটরিং -এর জন্য পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার।
5.নতুন কেন্দ্রীয় হোম সেক্রেটারি পদের দায়িত্ব নিতে চলেছেন সিনিয়র IAS অফিসার গোবিন্দ মোহন, এর আগে এই পদে ছিলেন গোবিন্দ মোহন ভাল্লা।
6.প্রথম প্রাইভেট স্পেসওয়াক হিসেবে ইতিহাস গড়তে চলেছে SpaceX এর Polaris Dawn মিশন।
7.T20 বিশ্বকাপ 2024 বাংলাদেশের পরিবর্তে UAE তে অনুষ্ঠিত হবে বলে ঠিক করলো ICC.
8.সম্প্রতি Jannik Sinner পুরুষ একক বিভাগে এবং Aryna Sabalenka মহিলা একক বিভাগে Cincinnati ওপেন খেতাব জিতলেন।
9.দ্বিতীয় বছরের জন্য শীর্ষস্থানীয় Central Banker হিসেবে সম্মান পেলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস।
10.Brand Finance এর Global Food & Drinks Report 2024 অনুযায়ী Amul শীর্ষস্থান অধিকার করলো।
Also Read:
Please do not share any spam link in the comment box