অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর | Prize Related Question Answer | সম্মান এবং পুরস্কার GK প্রশ্ন এবং উত্তর

পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Prize Related Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF. নিচে সম্মান এবং পুরস্কার GK প্রশ্ন এবং উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Prize Related Question Answer PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর | Prize Related Question Answer | সম্মান এবং পুরস্কার GK প্রশ্ন এবং উত্তর

আজকের পোস্টে পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় তথা কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তার সূচনাকাল সহ তালিকা দেওয়া আছে। 

অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।




পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর | Prize Related Question Answer | সম্মান এবং পুরস্কার GK প্রশ্ন এবং উত্তর


কিছু নমুনা নীচে দেওয়া হল সম্পূর্ণ পিডিএফ টি নীচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন 

প্রশ্ন: জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?

উঃ- সাহিত্যকর্ম।

প্রশ্ন: কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?

উঃ- ইউনেস্কো থেকে।

প্রশ্ন: প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?

উঃ- খান আব্দুল গফফর খান।

প্রশ্ন: নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?

উঃ- ৬টি [সাহিত্য,শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]।

প্রশ্ন: নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?

উঃ- স্টকহোম।

প্রশ্ন: রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?

উঃ- ফিলিপিন্স।

প্রশ্ন: ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি (peacetime)অ্যাওয়ার্ড কোনটি?

উঃ- অশোকচক্র।

প্রশ্ন: প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?

উঃ- রবীন্দ্রনাথ(১৯১৩)।

প্রশ্ন: সি.কে.নাইডু অ্যাওয়ার্ড কোন ক্রিকেটার প্রথম জেতেন?

উঃ- লাল অমরনাথ।

প্রশ্ন: নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?

উঃ- ওসলো

প্রশ্ন: ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?

উঃ- সামাজিক কাজকর্ম।

প্রশ্ন: প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন?

উঃ- ইউ থান্ট।

প্রশ্ন: ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উঃ- সাহিত্য।

প্রশ্ন: নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?

উঃ- মোরাজী দেশাই।

প্রশ্ন: প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?

উঃ- বিশ্বনাথন আনন্দ।

প্রশ্ন: অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?

উঃ- খেলাধূলার অবদানের জন্য।

প্রশ্ন: পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?

উঃ- সাংবাদিকতা ও সাহিত্য।

প্রশ্ন: ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?

উঃ- ভারতরত্ন।

প্রশ্ন: ভারতের সর্বোচ্চ সাহসী (wartime) পুরস্কার কোনটি?

উঃ- পরমবীর চক্র।


বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল তালিকা PDF


পুরস্কার

ক্ষেত্র

সূচনাকাল

নোবেল পুরস্কার

সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শান্তি

১৯০১

নোবেল পুরস্কার

অর্থনীতি

১৯৬৯

পুলিৎজার পুরস্কার

সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত

১৯১৭

অস্কার পুরস্কার

চলচ্চিত্র

১৯২৯

পরমবীর চক্র

যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য

১৯৪৭

বীর চক্র

যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য

১৯৪৭

মিস ইন্ডিয়া

জাতীয় সৌন্দর্য

১৯৪৭

কলিঙ্গ পুরস্কার

বিজ্ঞানের জনপ্রিয়তা

১৯৫২

অশোক চক্র

সামরিক ক্ষেত্রে

১৯৫২

ভারতরত্ন

শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা

১৯৫৪

পদ্মবিভূষণ

সরকারী ক্ষেত্রে ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য

১৯৫৪

পদ্মভূষণ

সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য

১৯৫৪

পদ্মশ্রী

সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য

১৯৫৪

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার

সাহিত্য সম্মাননা

১৯৫৪

শান্তি স্বরূপ ভাটনগর

বিজ্ঞান ও প্রযুক্তি

১৯৫৮

রামন ম্যাগসেসাই পুরস্কার

জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল কলা ও আন্তর্জাতিকতা রোধের জন্য

১৯৫৮

আনন্দ পুরস্কার

বাংলা সাহিত্যে অবদানের জন্য

১৯৫৮

গ্র্যামি পুরস্কার

সঙ্গীত

১৯৫৯

অর্জুন পুরস্কার

খেলাধুলা

১৯৬১

জ্ঞানপীঠ পুরস্কার

সাহিত্য

১৯৬৫

জওহরলাল নেহেরু পুরস্কার

আন্তর্জাতিকতাবোধ, বদান্যতা এবং বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ

১৯৬৫

ম্যান বুকার পুরস্কার

সাহিত্য

১৯৬৯

দাদা সাহেব ফালকে পুরস্কার

চলচ্চিত্র

১৯৬৯

বোরলগ পুরস্কার

কৃষি

১৯৭২

মূর্তিদেবী পুরস্কার

সাহিত্য

১৯৮৩

দ্রোণাচার্য পুরস্কার

খেলাধুলায় প্রশিক্ষণ

১৯৮৫

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার

শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য

১৯৮৬

কবীর সম্মান

সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনে অসামান্য কৃতিত্বের জন্য

১৯৮৬

সরস্বতী সম্মান

অসামান্য সাহিত্যকর্মের জন্য

১৯৯১

ব্যাস সম্মান

সাহিত্য

১৯৯১

মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (রাজীব গান্ধী খেলরত্ন)

খেলাধুলা

১৯৯১-৯২

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার

শান্তি ও সমন্বয়

১৯৯৫

ইউনেস্কো শান্তি পুরস্কার

আন্তর্জাতিক শান্তি রক্ষা

১৯৮৯

তানসেন

সঙ্গীত

২০০০

ধ্যানচাঁদ পুরস্কার

ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য

২০০২

অ্যাবেল পুরস্কার

গণিত

২০০৩

বিক্রম সারাভাই পুরস্কার

মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজের জন্য

২০১৯

আর্যভট্ট পুরস্কার

মহাকাশবিদ্যার জনপ্রিয়তা

***



 সম্মান এবং পুরস্কার GK প্রশ্ন এবং উত্তর


১) প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন ?

Answer :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ , চক্রবর্তী রাজাগোপালাচারী এবং ডঃ সি , ভি , রমন (1954)

২) জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় ?

Answer:- সাহিত্য (1951 সাল)

৩) প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?

Answer :- শ্রীমতি ইন্দিরা গান্ধী

৪) গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় ?

Answer :- সংগীত (1959 সাল)

৫) প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন ?

Answer :- গোবিন্দ বিহারী লাল

৬) শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় ?

Answer- বিজ্ঞানে গবেষনা (1958 সাল)

৭) প্রথম কোন ভারতীয় রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ?

Answer :- ভেঙ্কটররামন রমাকৃষ্ণন ।

৮) কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার হন ?

Answer :- বিশ্বনাথন আনন্দ (1998)

৯) প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?

Answer :- লাল বাহাদুর শাস্ত্রী

১০) প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?

Answer- শচীন তেন্ডুলকার

১১) প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছে ?

Answer :- সত্যজিৎ রায়

১২) অলিম্পিকে প্রথম কবে হকি খেলা শুরু হয় ?

Answer:- 1908 . (লন্ডন)

১৩) অলিম্পিকের হলুদ বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে ?

Answer :- এশিয়া

১৪) অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে ?

Answer :- আফ্রিকা

১৫) অলিম্পিকে নীল বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে?

Answer :- ইউরোপ

১৬) সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

Answer :- সাহিত্য (1991 সাল)

১৭) কবীর সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

Answer :- সাম্প্রদায়িক সম্প্রীতি

১৮) দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

Answer :- খেলাধুলায় প্রশিক্ষণ (1985 সাল)

১৯) ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

Answer :- ইংরেজি উপন্যাস (1969 থেকে)

২০) পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

Answer :- সাংবাদিকতা (1917 সাল)

২১) প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ?

Answer :- জি শংকর কুরুপ

২২) অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ?

Answer :- নরম্যান পিচার্ড (1900)

২৩) অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় কে ?

Answer :- কে , ডি , যাদব (কুস্তি 1952)

২৪) অলিম্পিক পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় কে ?

Answer :- কর্ণম মালেশ্বরী

২৫) দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

Answer :- চলচ্চিত্র (1969 সাল)

২৬) অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে ?

Answer :- অভিনব বিন্দ্রা


Download পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download







[ঘোষণা : যদি এই PDF টি ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় ,তা আপনারা নীচের কমেন্ট Box এ কমেন্ট করে জানানGksolves যত দ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধানের চেষ্টা করবে।]



পোস্ট টি অবশ্যই বন্ধুদের সাথে Facebook,WhatsApp এ শেয়ার করুন নিচের শেয়ার লিংক থেকে 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not share any spam link in the comment box