দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024 | One Liner Current Affairs 26th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024 | One Liner Current Affairs 26th August 2024

নিচে One Liner Current Affairs 26th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024 | One Liner Current Affairs 26th August 2024


1.সরকারি কর্মচারীদের জন্য Unified Pension স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

2.ভারতে 500 KTA বায়ো-ইথিলিন প্লান্ট স্থাপন করতে চলেছে GAIL এবং Petron.

3.CEAT ক্রিকেট আওয়ার্ড 2024 -এ আন্তর্জাতিক ক্রিকেটার অফ দি ইয়ার হলেন রোহিত শর্মা, ODI ব্যাটার অফ দি ইয়ার হলেন বিরাট কোহলি এবং লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেলেন রাহুল দ্রাবিড়।

4.Tarun Chugh -এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম "Modi's Governance Triumph: Reshaping India's Path to Prosperity".

5.National Association of Software and Service Companies (NASSCOM) -এর প্রেসিডেন্ট-ডেজিগনেট পদে Rajesh Nambiar কে নিযুক্ত করা হলো।

6.জার্মানির অধিনায়ক Ilkay Gundogan আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন।

7.CSIR -এর প্রাক্তন ডিরেক্টর-জেনারেল Girish Sahni 68 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।

8.AI-চালিত ফেস ম্যাচ ফিচার যুক্ত করে নিজেদের সিকিউরিটি বাড়ালো এয়ারটেল পেমেন্টস ব্যাংক।

9.প্যারিস প্যারালিম্পিক 2024 -এর  Chef de Mission পদে Satya Prakash Sangwan কে নিযুক্ত করা হলো।

10.এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে M Suresh কে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.