দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024 | Next Exam Current Affairs 24th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Next Exam Current Affairs 24th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024 | Next Exam Current Affairs 24th August 2024

নিচে Next Exam Current Affairs 24th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024 | Next Exam Current Affairs 24th August 2024

1.কর্ণাটকের BR Hills -এ সাউথ ইন্ডিয়ান আদিবাসী নলেজ সেন্টার লঞ্চ হতে চলেছে।

2.তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষণাও নতুন দিল্লীতে 'Create In India Challenge-Season One’ লঞ্চ করলেন।

3.ভারত সরকার, Department of Administrative Reforms and Public Grievances (DARPG) এবং পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

4.89.49 m জ্যাভলিন থ্রো করে Lausanne Diamond League -এ দ্বিতীয় স্থান অধিকার করলো নীরাজ চোপড়া।

5.মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স এর সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার Deepti Gaur Mukherjee.

6.ভারত ও ডেনমার্কের মধ্যে গ্রীন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য বারাণসীতে Smart Laboratory on Clean Rivers (SLCR) তৈরি হতে চলেছে।

7.প্রথম মহিলা রেসার হিসেবে MRF Indian National Car Racing Championship 2024 জিতলেন পুনের Diana Pundole.

8.হেল্থকেয়ার ওয়ার্কার সেফটির উপর 14-সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

9.এই প্রথমবার 23 শে আগস্ট ভারতে জাতীয় মহাকাশ দিবস পালিত হলো।

10.Flipkart এর Supply Chain Operations Academy এবং Ministry of Skill Development and Entrepreneurship এর মধ্যে চুক্তি এক্সচেঞ্জ করা হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.