আগস্ট 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Monthly Bangla Current Affairs August 2024 PDF

আগস্ট 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Monthly Bangla Current Affairs August 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আগস্ট 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আগস্ট 2024 মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Monthly Bangla Current Affairs August 2024 PDF

নিচে Monthly Bangla Current Affairs August 2024 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News



জানুয়ারি 2024 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি


আরও ডাউনলোড করুন:




দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2024

1.উত্তর প্রদেশ এসেম্বলি সম্প্রতি UP Prohibition of Unlawful Conversion of Religion Bill, 2024 সংশোধিত বিল পাশ করলো।

2.54 তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় স্টুডেন্টরা দুটি সোনা এবং তিনটি সিলভার জিতল।

3.কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি National Apprenticeship and Training Scheme (NATS) 2.0 পোর্টাল লঞ্চ করলেন।

4.RBI এর কাছে মান্যতা পেয়ে Shriram Capital অ্যাসেট রিকন্সট্রাকশন কোম্পানি (ARC) স্থাপন করতে চলেছে।

5.ট্রেনিং প্রটোকল বাড়াতে ভারতীয় কোস্ট গার্ড 'Suvidha Software Version 1.0' লঞ্চ করলো।

6.ইনভেস্টরদের জন্য AI Chatbot 'SEVA' লঞ্চ করলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI).

7.ভারতীয় ব্যাডমিন্টন তারকা Ashwini Ponnappa অবসরের ঘোষণা করলেন।

8.ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) -এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব Preeti Sudan.

9.এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Mohsin Naqvi.

10.12 তম বছরের জন্য ভারতের সবথেকে পছন্দের FMCG Brand হিসেবে নিজের স্থান ধরে রাখল Parle.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024

1.গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সম্প্রতি 'Goem Vinamulya Vij Yevjan' স্কিম লঞ্চ করলেন।

2.ভারতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য $200 মিলিয়ন লোন প্রদান করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

3.UGRO Capital এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি কো-লেন্ডিং পার্টনারশিপ গড়ে তুললো।

4.ব্যাঙ্গালুরুর Insurtech স্টার্টআপ Covrzy, IRDAI এর কাছ থেকে ব্রোকিং লাইসেন্স পেলো।

5.ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপরাটির (IPEF) অধীনে সাপ্লাই চেন কাউন্সিলের ভাইস-চেয়ার পদে ভারতকে নির্বাচিত করা হলো।

6.UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24 এটি নতুন সাইট অন্তর্ভুক্ত করা হলো, ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা হল 43 টি।

7.নতুন দিল্লীতে Agricultural Economists এর উপর 32 তম আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারত।

8.তামিলনাড়ুর সুলারে প্রথমবার বহুদেশীয় বায়ু অনুশীলন 'Tarang Shakti 2024' হোস্ট করবে ভারত।

9.Women Entrepreneurship প্রোগ্রামের সূচনা করলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC).

10.সম্প্রতি নতুন দিল্লীতে 46 তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিংয়ের সভা হোস্ট করলো ভারত।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd আগস্ট 2024

1.বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলুমিনিয়াম উৎপাদক দেশ হিসেবে নজির গড়লো ভারত।

2.নেলসন ম্যান্ডেলা লিগাসি সাইট গুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

3.গ্লোবাল ট্রাডিশনাল মেডিসিন সেন্টারের জন্য ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চুক্তি স্বাক্ষর করলো।

4.প্রাক্তন ভারতীয় ক্রিকেটের এবং কোচ Anshuman Gaekwad 71 বছর বয়সে প্রয়াত হলেন।

5.Yuga Yugeen Bharat Museum এর জন্য যুগান্তকারী ইভেন্ট হোস্ট করলো নতুন দিল্লী।

6.ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল থেকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট পেলো কাশ্মীর শহর।

7.IIT-খড়গপুর থেকে সম্মানীয় ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো গুগল CEO সুন্দর পিচাইকে।

8.রাজ্যসভার MP Parimal Nathwani নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Call of the Gir’.

9.প্রতিবছর 1 - 7 ই আগস্ট World Breastfeeding সপ্তাহ পালন করা হয়।

10.প্যারিস অলিম্পিক 2024 -এ পুরুষদের 50m রাইফেলে (3 Positions) Swapnil Kusale ব্রোঞ্জ পদক।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024

1.প্যারিস অলিম্পিক 2024 এ কনিষ্ঠতম রেফারি হলেন ভারতের লিউটেন্যান্ট কর্নেল Kabilan Sai Ashok.

2.UPI এবং NCMC সুবিধা সহ RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করলো RBL Bank.

3.ট্রাভেল এবং ট্যুরিজম ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 39 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে US.

4.রাজ্য স্তরের থিংক ট্যাংক Gujarat State Institution for Transformation (GRIT) গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল।

5.তামিল এপিগ্রাফার V. Vedachalam কে সম্মানীয় V Venkayya Epigraphy আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

6.ঝাড়খণ্ডের 12 তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন Santosh Kumar Gangwar, এর আগে এই পদে ছিলেন C.P. Radhakrishnan.

7.কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা-সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়লো মুম্বাইয়ের 16 বছর বয়সী Jiya Rai.

8.IIT-দিল্লীতে Ideas4LiFE পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব।

9.সুদীপ্ত সেনগুপ্তর লেখা নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম 'Breaking Rocks and Barriers'.

10.ভারতকে হারিয়ে প্রথমবার মহিলা এশিয়া কাপ 2024 জিতলো শ্রীলঙ্কা।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th আগস্ট 2024

1.গুজরাটের GTMC এর জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মধ্যে $ 85 মিলিয়ন ডোনার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।

2.ক্যারিবিয়ান কমিউনিটি CARICOM এর ষষ্ঠ এসোসিয়েট সদস্য হলো Curacao.

3.কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং GOQii স্মার্টঘড়ি লঞ্চ করলো।

4.পেমেন্ট ফ্রড সামলাতে Axis ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে SWIFT সম্প্রতি AI পাইলট লঞ্চ করতে চলেছে।

5.ভারতের প্রথম NFC কার্ড সাউন্ডবক্স লঞ্চ করলো পেটিএম।

6.ভারতে ড্রোন অপারেশন নিশ্চিত করতে Thales এবং Garuda এরোস্পেস চুক্তি স্বাক্ষর করলো।

7.ওয়াটার ম্যানেজমেন্টের জন্য GEEF গ্লোবাল ওয়াটার-টেক আওয়ার্ড 2024 জিতলো সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC).

8.গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম থোরিয়াম মলটেন সল্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করতে চলেছে চীন।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.5% নির্ধারণ করলো Ind-Ra.

10.গত 1 লা আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ওয়ার্ল্ড লাঙ ক্যানসার দিবস পালিত হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th আগস্ট 2024

1.ফিল্ম প্রোডিউসার Janet Yang কে ফিল্ম অ্যাকাডেমীর প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত করা হলো।

2.পুরুষদের 100 মিটার দৌড়ে 20 বছরে প্রথম US পুরুষ হিসেবে গোল্ড মেডেল জিতলেন Noah Lyles.

3.এগ্রিকালচারাল ইকোনমিস্টের এর 32 তম আন্তর্জাতিক কনফারেন্স -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.প্যারিস অলিম্পিক 2024 -এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করতে চলেছেন ব্রোঞ্জ পদক বিজেতা Manu Bhaker.

5.জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে নতুন দিল্লীতে 'VIRAASAT' এক্সিহিবিশনের আয়োজন করা হলো।

6.বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন SSB -এর ডিরেক্টর জেনারেল দলজিত সিং চৌধুরী।

7.2024 প্যারিস অলিম্পিকে প্রথমবার গোল্ড মেডেল জিতলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।

8.ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 'Mukhyamantri Maiyaan Samman Yojana' লঞ্চ করলেন।

9.প্রখ্যাত ক্লাসিকাল নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি 83 বছর বয়সে প্রয়াত হলেন।

10.আটটি নতুন ন্যাশনাল হাই-স্পিড করিডোর প্রজেক্টের মান্যতা দিলো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক আফফায়ার্স (CCEA).


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2024

1.6 দিনের জন্য ফিজি ও নিউজিল্যান্ড সফরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

2.ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স নতুন দিল্লীতে প্রথম BIMSTEC বিজনেস সামিট হোস্ট করতে চলেছে।

3.বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে পদত্যাগ করলেন।

4.SBI জেনারেল ইন্স্যুরেন্সের সাথে চুক্তি স্বাক্ষর করে দেশের প্রথম রাজ্য হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন্সুরেন্স বাস্তবায়ন করতে চলেছে নাগাল্যান্ড।

5.Fortune Global 500 তালিকায় 86 তম স্থান অধিকার করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

6.ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে Russian KAMAZ Typhoon ভেহিকেলকে অন্তর্ভুক্ত করা হলো।

7.ক্রীড়া সহযোগিতার উপর ভারত এবং Saint Christopher & Nevis চুক্তি স্বাক্ষর করলো।

8.মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন 'e-Sankhyiki' পোর্টাল লঞ্চ করলো।

9.পঞ্চম ASEAN-India Trade in Goods Agreement (AITIGA) জয়েন্ট কমিটি মিটিং হোস্ট করলো ইন্দোনেশিয়ার জাকার্তা।

10.আসামে 27,000 কোটি অর্থের সেমিকন্ডাক্টর ফেসিলিটির সূচনা করলো টাটা গ্রুপ।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th আগস্ট 2024

1.গ্রীন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট নির্মাণের জন্য ভারত এবং বিশ্বব্যাংক জোটবদ্ধ হলো।

2.ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Edelweiss Life Partner ব্যাংকাসুরেন্স -এর জন্য জোটবদ্ধ হলো।

3.মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম রুখতে ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) নতুন দিল্লীতে ডিজিটাল শক্তি সেন্টার লঞ্চ করলো।

4.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান পদে Challa Sreenivasulu Setty কে নিযুক্ত করা হলো।

5.ওজন বিভ্রাটের কারণে প্যারিস অলিম্পিক 2024 থেকে বাদ গেলেন ভারতের কুস্তিগীর ভিনেশ ফোগাত।

6.মৈত্রী রিসার্চ এন্ড কালচারাল পার্টনারশিপ গ্রান্টের ঘোষণা করল অস্ট্রেলিয়ান সরকার।

7.নতুন দিল্লীতে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট -এ প্রথম এক্সিকিউটিভ ট্রেনিং প্রোগ্রাম শুরু করলো গতি শক্তি বিশ্ববিদ্যালয়।

8.আসাম রাইফেলস -এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল Vikas Lakhera.

9.SA20 লীগের ব্র্যান্ড আম্বাসাডর হলেন ভারতের প্রাক্তন উইকেট-কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

10.প্রতিবছর 7 ই আগস্ট National Handloom দিবস পালন করা হয়।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th আগস্ট 2024

1.SpaceX এর স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে Satellite Constellation লঞ্চ করতে চলেছে চীন, এটির নাম রাখা হয়েছে "Thousand Sails".

2.2025 অর্থবর্ষে ভারতের GDP গ্রোথ 7% থেকে 7.2% এর মধ্যে থাকবে বলে নির্ধারণ করলো Deloitte India.

3.ট্যাক্স পেমেন্টের জন্য UPI লিমিট 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করলো RBI.

4.Prime Minister’s Office -এর অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে IAS অফিসার অমিত সিং নেগীকে নিযুক্ত করা হলো।

5.ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে স্ট্র্যাটেজিক মিলিটারি অনুশীলন 'Parvat Prahaar' সম্পন্ন করলো।

6.পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে প্রয়াত হলেন।

7.প্রতিবছর 8 ই আগস্ট Quit India Movement বা আগস্ট ক্রান্তি দিবস পালন করা হয়।

8.প্রখ্যাত বায়োকেমিস্ট Govindarajan Padmanabhan কে বিজ্ঞান রত্ন পুরস্কারে সম্মানিত করা হলো।

9.প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাত।

10.প্যারিস অলিম্পিক 2024 -এ ভারতীয় পুরুষ হকি দল স্পেন কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th আগস্ট 2024

1.রুরাল ইন্ডিয়ার সশক্তিকরণের জন্য 'Million Designers, Billion Dreams' ইনিশিয়েটিভ লঞ্চ করলো Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM).

2.নোবেল জয়ী পদার্থবিদ Tsung-Dao Lee 97 বছর বয়সে প্রয়াত হলেন।

3.প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে Tan Su Shan কে নিযুক্ত করলো DBS.

4.সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে Harish Dudani কে নিযুক্ত করা হলো।

5.দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি-কলিশন সিস্টেমের নতুন ভার্সন Kavach 4.0 চালু করতে চলেছে রেলওয়ে মন্ত্রক।

6.সম্প্রতি 'Har Ghar Tiranga' ক্যাম্পেইনের তৃতীয় সংস্করণ শুরু হলো।

7.Robert “Kelly” Ortberg কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে ঘোষণা করল Boeing.

8.Breastfeeding কে প্রমোট করতে পশ্চিমবঙ্গ সরকার এবং UNICEF জোটবদ্ধ হলো।

9.Pine Labs-owned Setu সম্প্রতি Axis ব্যাংকের সাথে জোটবদ্ধ হয়ে UPISetu লঞ্চ করলো।

10.Multi Commodity Exchange (MCX) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Praveena Rai কে নিযুক্ত করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2024

1.34,000 কোটি টাকার Nalganga-Wainganga রিভার লিঙ্কিং প্রজেক্টের মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার।

2.মিনিস্ট্রি অফ টেক্সটাইল সম্প্রতি 'Kasturi Cotton Bharat' প্রোগ্রাম চালু করলো।

3.₹24,657 কোটি টাকা অর্থের 8 টি নতুন রেললাইন প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

4.লজিস্টিক পলিসি 2024 এর মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার।

5.লাইভ লোকেশন ট্র্যাকিং এর জন্য E-Shoes তৈরি করলো IIT-ইন্দোর।

6.NRI দের সাহায্য করতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে 'Punjab Help Centre' -এর উদ্বোধন করলেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মন।

7.প্যারিস অলিম্পিক 2024 এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হতে চলেছেন PR Sreejesh এবং Manu Bhaker.

8.বাংলাদেশ বর্ডার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারত সরকার একটি কমিটি গঠন করলো, যার দায়িত্বে আছেন ADG, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কম্যান্ড।

9.প্রতি বছর 10 ই আগস্ট World Lion Day পালিত হয়।

10.Guru Ghasidas-Tamor Pingla নামক দেশের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের মান্যতা দিলো ছত্রিশগড় রাজ্য সরকার।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th আগস্ট 2024

1.আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট-08 লঞ্চের মধ্য দিয়ে 55 তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে ISRO.

2.চতুর্থ CAVA ওমেন'স ভলিবল নেশন্স লীগ 2024 জিতলো ভারতীয় মহিলা দল।

3. Top 10 Richest গ্লোবাল সেন্ট্রাল ব্যাংক 2024 তালিকায় শীর্ষস্থান অধিকার করলো US -এর Federal Reserve System.

4.প্যারিস অলিম্পিক 2024 এর জ্যাভলিন ইভেন্টে নীরাজ চোপড়া সিলভার এবং কুস্তিতে Aman Sehrawat ব্রোঞ্জ পদক জিতলেন।

5.ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স -এর অ্যাডিশনাল সেক্রেটারি পদে আশুতোষ অগ্নিহোত্রীকে নিযুক্ত করা হলো।

6.পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তিত্ব Shobhana Ranade 99 বছর বয়সে প্রয়াত হলেন।

7.টিম চন্দ্রায়ন - 3 কে তাদের অসামান্য অবদানের জন্য Vigyan Team সম্মানে সম্মানিত করা হলো।

8.বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে চলেছেন নোবেল পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস।

9.ভারতের বর্ষীয়ান নাগরিকদের জন্য 'DBS Golden Circle' ব্যাংকিং প্রোগ্রাম লঞ্চ করলো DBS ব্যাংক ইন্ডিয়া।

10.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর পদে রানা আশুতোষ কুমার সিংকে নিযুক্ত করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th আগস্ট 2024

1.প্রতি বছর 12 ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়, এবছরের থিম - 'From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development'.

2.ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক কাস্টমস কো-অপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।

3.ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার (ISLRTC) এবং আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) চুক্তি স্বাক্ষর করলো।

4.চন্ডীগড়ের মনিমাজরাতে 24×7 ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

5.কনজিউমার ট্রাস্টকে বুস্ট করতে ভারতীয় গোল্ড সেক্টর এটির প্রথম সেলফ-রেগুলেটরি বোর্ড স্থাপন করলো।

6.WTO রিপোর্ট 2023 অনুযায়ী গ্লোবাল এগ্রিকালচার এক্সপোর্টে ভারত অষ্টম স্থান ধরে রাখলো।

7.ন্যাশনাল কমিশন অফ ওমেন (NCW) এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রেখা শর্মা।

8.ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার (IUCN) -এর বিলুপ্তপ্রায় প্রজাতির Red List -এ ভারতের পশ্চিমঘাটের Neelakurinji কে অন্তর্ভুক্ত করা হলো।

9.ভারতীয় বায়ু সেনা এবং মালয়েশিয়ান বায়ু সেনার মধ্যে দ্বিপাক্ষিক বায়ু অনুশীলন 'Udara Shakti 2024' সম্পন্ন হলো।

10.গত 10 ই আগস্ট বিশ্ব বায়োফুয়েল দিবস পালন করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th আগস্ট 2024

1.কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল ইনস্টিটিউশনাল Ranking Framework (NIRF) প্রকাশ করলেন।

2.আমাজন ইন্ডিয়া এবং Gentari Green Mobility India স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা করলো।

3.প্রতি বছর 13 ই আগস্ট World Organ Donation দিবস পালন করা হয়, এছাড়া গত 12 ই আগস্ট World Elephant Day পালিত হলো।

4.ভারত এবং শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মধ্যে Mitra Shakti 2024 নামক অনুশীলন সম্পন্ন হলো।

5.NHPC লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন রাজ কুমার চৌধুরী।

6.রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যান Harivansh Narayan Singh একটি নতুন বই প্রকাশ করলেন যার শিরোনাম '75 Great Revolutionaries of India', বইটি লিখেছেন MP Bhim Singh.

7.প্রাক্তন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী Natwar Singh 95 বছর বয়সে প্রয়াত হলেন। 

8.প্যারিস অলিম্পিক 2024 এ ভারত 1 টি সিলভার ও 5 টি ব্রোঞ্জ সহ 71 তম স্থানে নিজেদের সফর শেষ করলো, মেডেল তালিকার শীর্ষে রয়েছে USA (গোল্ড - 40, সিলভার - 44, ব্রোঞ্জ - 42)।

9.77 তম Locarno Film Festival -এ বলিউড অভিনেতা শাহরুখ খানকে লাইফটাইম আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

10.Youtube সংস্থার প্রাক্তন CEO Susan Wojcicki 56 বছর বয়সে প্রয়াত হলেন।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024

1.SME এর উপর সহযোগিতা করতে MSME মন্ত্রক, স্মল বিজনেস এডমিনিষ্ট্রেশন (SBA) এবং USA সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

2.ডিজিটাল হেল্থ এডুকেশন চালনা করার জন্য ন্যাশনাল হেল্থ অথরিটি (NHA) এবং  মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস (MUHS) -এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

3.ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ হিসেবে ভারতীয় হকি দলের স্টার গোলরক্ষক PR Sreejesh কে নিযুক্ত করা হলো।

4.মিনিস্ট্রি অফ স্টিলের সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন Sandeep Poundrik.

5.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে Rana Ashutosh Kumar Singh কে নিযুক্ত করা হলো।

6.Low-Altitude Economy -এর বিস্তৃতিকরণে চীন সম্প্রতি বৃহত্তম Unmanned Cargo এয়ারক্রাফটের সফল পরীক্ষণ করলো।

7.DVC -র কাছ থেকে 1,600 MW ক্ষমতার থার্মাল পাওয়ার প্রজেক্ট জিতলো BHEL.

8.ICC প্লেয়ার অফ দি মান্থ ফর জুলাই 2024 হলেন Gus Atkinson (পুরুষ বিভাগ) এবং Chamari Athapaththu (মহিলা বিভাগ)।

9.তুর্কিতে সম্প্রতি পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডারের হদিশ পাওয়া গেল।

10.প্রতি বছর 14 ই আগস্ট Partition Horrors Remembrance Day পালিত হয়।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th আগস্ট 2024

1.ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO সম্প্রতি লং রেঞ্জ গ্লাইড বোমা 'GAURAV' -এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো।

2.অ্যান্টি-ডোপিং বিধি ভাঙার জন্য প্যারা শাটলার প্রমোদ ভগতকে সাসপেন্ড করা হলো।

3.78 তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 103 টি গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রদান করলেন।

4.নেপালের মুনাল স্যাটেলাইট লঞ্চে সাহায্য করতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং NewSpace India Limited চুক্তি স্বাক্ষর করলো।

5.কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং সম্প্রতি 'Amrit Gyan Kosh' এবং 'Faculty Development' পোর্টাল লঞ্চ করলেন।

6.ভারতীয় বায়ু সেনা, মালয়েশিয়ান এয়ার ফোর্সের সাথে সফলভাবে অনুশীলন 'Udara Shakti 2024' সম্পন্ন করলো।

7.Axis ব্যাংক এবং Visa ভারতে 'PRIMUS' নামক ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

8.জার্মানির TKMS -এর সাহায্যে মাজগাঁও ডক শিপবিল্ডার কে 6 টি সাবমেরিন তৈরির মান্যতা দিলো ভারতীয় নেভী।

9.আয়ুর্বেদিক রিসার্চ এবং এডুকেশনকে বুস্ট করতে Amity University -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA).

10.ভারতের প্রথম 24×7 Grain ATM লঞ্চ করার জন্য ওড়িশা সরকার,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) সাথে জোটবদ্ধ হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024

1.অগ্নি মিসাইলের জনক Dr. Ram Narain Agarwal সম্প্রতি 84 বছর বয়সে প্রয়াত হলেন।

2.জল শক্তির কেন্দ্রীয় মন্ত্রী C.R. Patil FloodWatch India 2.0 নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন।

3.ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ষষ্ঠ মেরিটাইম ডায়ালগ এবং 14 তম কাউন্টার-টেরোরিজম মিটিং সম্পন্ন হলো।

4.ET World Leaders ফোরামের মুখ্য অতিথি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.দক্ষিণ কোরিয়াতে US পরিচালিত United Nations Command -এ সম্প্রতি যোগদান করলো জার্মানি।

6.সুইডেনে mpox Clade I ভ্যারিয়েন্টের প্রথম কেস রেজিস্টার করা হলো।

7.L&T Finance Ltd ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে NBFC-ICC স্ট্যাটাস অর্জন করলো।

8.তৃতীয় Voice of Global South সামিট হোস্ট করতে চলেছে ভারত।

9.খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার মাসিক রেডিও প্রোগ্রাম 'Kisan Ki Baat' প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।

10.70 তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা সিনেমা - Aattam, সেরা অভিনেতা - রিশব শেট্টি (Kantara), সেরা অভিনেত্রী - Nithya Menen ও Manasi Parekh ও সেরা ডিরেক্টর - Sooraj Barjatya.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th আগস্ট 2024

1.একনাথ শিন্দে পরিচালিত মহারাষ্ট্র সরকার আজ 'Mukhyamantri Majhi Ladki Bahin Yojana' লঞ্চ করলো।

2.লোকসভা স্পিকার ওম বিড়লা 2024-25 -এর জন্য ছয়টি নতুন পার্লামেন্টরি কমিটি গঠনের ঘোষণা করলেন।

3.IRS অফিসার রাহুল নবীনকে Enforcement Directorate (ED) -এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো।

4.থাইল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Paetongtarn Shinawatra.

5.মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তদন্ত করতে UN Human Rights -এর একটি দল বাংলাদেশ সফরে আসতে চলেছে।

6.Tamilnad Mercantile ব্যাংক -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Salee Sukumaran Nair কে নিযুক্ত করা হলো।

7.পশ্চিমবঙ্গ ও বিহারে 2962 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

8.70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি সিনেমা হল Gulmohar, সেরা তামিল সিনেমা - Ponniyin Selvan Part - 01, তেলেগু সিনেমা - Karthikeya 2 এবং সেরা বাংলা সিনেমা হলো - কাবেরী অন্তধার্ন।

9.NIRF সূচী 2024 এ IIT মাদ্রাস ষষ্ঠবারের জন্য সমস্ত ক্যাটাগরি মিলিয়ে শীর্ষস্থান অধিকার করলো।

10.কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং George Kurian সম্প্রতি 'Jiyo Parsi Scheme Portal' এবং 'Haj Application 2025' লঞ্চ করলেন।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th আগস্ট 2024

1.সেন্ট্রাল এন্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের 28 তম কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।

2.ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের উপর সহযোগিতা প্রমোট করতে ভারত এবং USA চুক্তি স্বাক্ষর করলো।

3.তিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেড (TIAL) সম্প্রতি Greentech প্রদত্ত সম্মানীয় 'Pollution Control Waste Management & Recycling Award 2024' পেলো।

4.2029 এর মধ্যে ভারত লাইট কমব্যাট এয়ারক্রাফট (LCA) Mark 2 ফাইটার জেটস উৎপাদন শুরু করতে চলেছে।

5.প্রাকৃতিক ফার্মিং কে প্রমোট করতে হিমাচল প্রদেশ সরকার 'HIM-UNNATI' স্কিম লঞ্চ করলো।

6.তামিলনাড়ুর Nanjarayan ও Kazhuveli পক্ষী অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের তাওয়া রিজার্ভার রামসার স্থান হিসেবে মান্যতা পেলো।

7.অফশোর মিনারেল এক্সপ্লোরেশন এবং প্রোডাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার অফশোর এরিয়াস মিনারেল ট্রাস্ট রুলস 2024 -এর সূচনা করলো।

8.IIT মাদ্রাসে সেন্টার অফ ওয়াটার টেকনোলজি স্থাপনের জন্য ভারত এবং ইজরায়েল জোটবদ্ধ হলো।

9.স্টিল প্রোডাক্টের MSME এক্সপোর্ট বুস্ট করতে EEPC India এবং ISSDA চুক্তি স্বাক্ষর করলো।

10.IRCTC এবং NCRTC জোটবদ্ধ হয়ে 'One India – One Ticket' ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th আগস্ট 2024

1.মিনিস্টার অফ স্টেট ভাগীরথ চৌধুরী Digital Geo-Spatial প্লাটফর্ম এবং Krishi-Decision সাপোর্ট সিস্টেম লঞ্চ করলেন।

2.কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল Green Tug Tnasition প্রোগ্রামের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লঞ্চ করলেন।

3.কৃষকদের সশক্তিকরণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান AI চালিত ন্যাশনাল পেস্ট সারভেলেন্স সিস্টেম লঞ্চ করলেন।

4.রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু Fiji, New Zealand এবং Timor Leste সহ তিন দেশীয় সফর শেষ করলেন।

5.অডিটিং এক্সপারটাইজ এক্সচেঞ্জ করতে ভারতের CAG এবং উজবেকিস্তানের চেম্বার অফ একাউন্টস চুক্তি স্বাক্ষর করলো।

6.ন্যাশনাল ইনস্টিটিউট ফর MSME, হায়দ্রাবাদ কে 'UTKRISHT' Accreditation সার্টিফিকেট প্রদান করা হলো।

7.রত্নাগিরির Rock Arts কে 'Protected Monuments' হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

8.রাজ্যের যুব উদ্যোগতাদের সাহায্যার্থে উত্তর প্রদেশ সরকার 'MYUVA' স্কিম লঞ্চ করলো।

9.রাজস্থানের জয়সলমীরে দেশীয় পদ্ধতিতে তৈরি MP-ATGM (Man Portable Anti-Tank Guided Missile) -এর সফল পরীক্ষণ করলো DRDO.

10.ভারতীয় নেভীর P-8I Fleet কে সাপোর্ট দিতে Boeing এবং AIESL জোটবদ্ধ হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st আগস্ট 2024

1.বিশ্বের প্রবীণতম ব্যক্তি স্পেনের Maria Branyas Morera সম্প্রতি 117 বছর বয়সে প্রয়াত হলেন।

2.প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং Dr.Kalaignar M.Karunanidhi -এর স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে Centenary Commemorative Coin প্রকাশ করলেন।

3.গত 19 শে আগস্ট World Humanitarian Day পালিত হলো।

4.নতুন দিল্লীতে ভারত ও জাপানের মধ্যে 2+2 মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হতে চলেছে।

5.ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল 59 বছর বয়সে প্রয়াত হলেন।

6.নেপাল ভারতকে প্রায় 100 MW ইলেক্ট্রিসিটি রপ্তানি করতে চলেছে।

7.2047 এর মধ্যে Viksit Bharat -এর লক্ষ্যপূরণের জন্য আয়োজিত উচ্চস্তরীয় মিটিংয়ের সভাপতিত্ব করলেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

8.Employees’ State Insurance Corporation (ESIC) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন শ্রী অশোক কুমার সিং।

9.'Rising Rajasthan' ইনভেস্টমেন্ট সামিট 2024 -এর আগেই রাজস্থান প্রায় Rs 5.21 লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেলো।

10.Sri City তে 3683 কোটি টাকার অর্থের 16 টি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষর করলেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd আগস্ট 2024

1.দুই দিন ব্যাপী ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রিজিওনাল কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে।

2.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হতে চলেছেন BCCI সেক্রেটারি জয় শাহ।

3.দেশ জুড়ে National Handloom Development Programme এবং Raw Material Supply Scheme -এর বাস্তবায়ন করতে চলেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল।

4.Thermal (PROMPT) প্রজেক্টের অনলাইন মনিটরিং -এর জন্য পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার।

5.নতুন কেন্দ্রীয় হোম সেক্রেটারি পদের দায়িত্ব নিতে চলেছেন সিনিয়র IAS অফিসার গোবিন্দ মোহন, এর আগে এই পদে ছিলেন গোবিন্দ মোহন ভাল্লা।

6.প্রথম প্রাইভেট স্পেসওয়াক হিসেবে ইতিহাস গড়তে চলেছে SpaceX এর Polaris Dawn মিশন।

7.T20 বিশ্বকাপ 2024 বাংলাদেশের পরিবর্তে UAE তে অনুষ্ঠিত হবে বলে ঠিক করলো ICC.

8.সম্প্রতি Jannik Sinner পুরুষ একক বিভাগে এবং Aryna Sabalenka মহিলা একক বিভাগে Cincinnati ওপেন খেতাব জিতলেন।

9.দ্বিতীয় বছরের জন্য শীর্ষস্থানীয় Central Banker হিসেবে সম্মান পেলেন RBI গভর্নর শক্তিকান্ত দাস।

10.Brand Finance এর Global Food & Drinks Report 2024 অনুযায়ী Amul শীর্ষস্থান অধিকার করলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd আগস্ট 2024

1.রাশিয়ান তেলের শীর্ষ আমদানিকারক দেশ হিসেবে চীনকে অতিক্রম করলো ভারত।

2.PhonePe সম্প্রতি UPI -এর উপর Credit Line লঞ্চের ঘোষণা করল।

3.নতুন দিল্লীতে 24 তম Handicrafts Export Awards অনুষ্ঠানের আয়োজন করলো Export Promotion Council for Handicrafts (EPCH).

4.খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) এবং MSME মন্ত্রক, ডিপার্টমেন্ট অফ পোস্টের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করলো।

5.ইউনিয়ন মিনিস্ট্রি অফ পাওয়ার সম্প্রতি তিনটি অনলাইন প্লাটফর্ম PROMPT, DRIPS এবং JAL VIDYUT DPR লঞ্চ করলো।

6.ভারতীয় সেনাবাহিনী একটি হেভি ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারার BEML Ltd -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো।

7.Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) -এর সেক্রেটারি পদে অমরদ্বীপ সিং ভাটিয়াকে নিযুক্ত করা হলো।

8.বিশ্বস্ত ব্যবহারকারীদের মধ্যে সিকিউর পেমেন্টের জন্য 'UPI Circle' লঞ্চ করলো NPCI.

9.North East Small Finance Bank (NESFB) এর সাথে Slice সংস্থার মার্জ হওয়ার মান্যতা দিলো National Company Law Tribunal (NCLT).

10.Paytm এর entertainment and ticketing বিজনেসকে ₹2,048 কোটি টাকা অর্থের বিনিময়ে কিনে নিলো Zomato.


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th আগস্ট 2024

1.কর্ণাটকের BR Hills -এ সাউথ ইন্ডিয়ান আদিবাসী নলেজ সেন্টার লঞ্চ হতে চলেছে।

2.তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষণাও নতুন দিল্লীতে 'Create In India Challenge-Season One’ লঞ্চ করলেন।

3.ভারত সরকার, Department of Administrative Reforms and Public Grievances (DARPG) এবং পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

4.89.49 m জ্যাভলিন থ্রো করে Lausanne Diamond League -এ দ্বিতীয় স্থান অধিকার করলো নীরাজ চোপড়া।

5.মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স এর সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন IAS অফিসার Deepti Gaur Mukherjee.

6.ভারত ও ডেনমার্কের মধ্যে গ্রীন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য বারাণসীতে Smart Laboratory on Clean Rivers (SLCR) তৈরি হতে চলেছে।

7.প্রথম মহিলা রেসার হিসেবে MRF Indian National Car Racing Championship 2024 জিতলেন পুনের Diana Pundole.

8.হেল্থকেয়ার ওয়ার্কার সেফটির উপর 14-সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

9.এই প্রথমবার 23 শে আগস্ট ভারতে জাতীয় মহাকাশ দিবস পালিত হলো।

10.Flipkart এর Supply Chain Operations Academy এবং Ministry of Skill Development and Entrepreneurship এর মধ্যে চুক্তি এক্সচেঞ্জ করা হ


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th আগস্ট 2024

1.প্রখ্যাত টেনিস খেলোয়াড় ও ফেডেরারের প্রাক্তন কোচ Peter Lundgren 59 বছর বয়সে প্রয়াত হলেন।

2.ভারতের স্টার ব্যাটসম্যান শেখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

3.বিগত 45 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফরে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.সোলার ইউনিটকে ফাইন্যান্স সাপোর্ট দিতে টাটা পাওয়ার সোলার সিস্টেম এবং ICICI ব্যাংক জোটবদ্ধ হলো।

5.Global Property Price ইনডেক্স 2024 -এ মুম্বাই দ্বিতীয় ও নতুন দিল্লী তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে আছে ম্যানিলা।

6.ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন মাঝি রাজ্যের মেয়েদের সাহায্যার্থে সম্প্রতি সুভদ্রা স্কিম লঞ্চ করলেন।

7.মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পোস্ট 'Deen Dayal SPARSH Yojana' লঞ্চ করলো।

8.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সরকারকে চারটি BHISHM (Bharat Health Initiative for Sahyog Hita and Maitri) ঘনক উপহার হিসেবে প্রদান করলো।

9.বন্ধন ব্যাংক মহিলাদের জন্য Avni Savings Account লঞ্চ করলো।

10.Goldman Sachs ভারতের 2024 এবং 2025 এর GDP গ্রোথ কমিয়ে 6.7% ও 6.4% নির্ধারণ করলো যথাক্রমে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th আগস্ট 2024

1.সরকারি কর্মচারীদের জন্য Unified Pension স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

2.ভারতে 500 KTA বায়ো-ইথিলিন প্লান্ট স্থাপন করতে চলেছে GAIL এবং Petron.

3.CEAT ক্রিকেট আওয়ার্ড 2024 -এ আন্তর্জাতিক ক্রিকেটার অফ দি ইয়ার হলেন রোহিত শর্মা, ODI ব্যাটার অফ দি ইয়ার হলেন বিরাট কোহলি এবং লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড পেলেন রাহুল দ্রাবিড়।

4.Tarun Chugh -এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম "Modi's Governance Triumph: Reshaping India's Path to Prosperity".

5.National Association of Software and Service Companies (NASSCOM) -এর প্রেসিডেন্ট-ডেজিগনেট পদে Rajesh Nambiar কে নিযুক্ত করা হলো।

6.জার্মানির অধিনায়ক Ilkay Gundogan আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন।

7.CSIR -এর প্রাক্তন ডিরেক্টর-জেনারেল Girish Sahni 68 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।

8.AI-চালিত ফেস ম্যাচ ফিচার যুক্ত করে নিজেদের সিকিউরিটি বাড়ালো এয়ারটেল পেমেন্টস ব্যাংক।

9.প্যারিস প্যারালিম্পিক 2024 -এর  Chef de Mission পদে Satya Prakash Sangwan কে নিযুক্ত করা হলো।

10.এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে M Suresh কে নিযুক্ত করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th আগস্ট 2024

1.দ্বিতীয় ভারত-সিঙ্গাপুর মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে।

2.নিউ পেনশন স্কিমের পরিবর্তে ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পেতে চলেছে 23 লক্ষ সরকারী কর্মচারী।

3.1 লক্ষ নতুন 'Lakhpati Didis' -এর মধ্যে সার্টিফিকেট বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.5 বছরের জন্য Lok Janshakti Party -এর প্রেসিডেন্ট হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan কে নিযুক্ত করা হলো।

5.কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে নতুন 5 টি জেলা গঠনের ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

6.ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) -এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে সঞ্জীব রায়নাকে নিযুক্ত করা হলো।

7.ম্যাক্স ভার্সটাপ্পনকে হারিয়ে Dutch Grand Prix 2024 খেতাব জিতলেন  Lando Norris.

8.জাতীয় মহাকাশ দিবসের উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 'Sapno ki Udaan' নামক ই-ম্যাগাজিন লঞ্চ করলেন।

9.ভারত সম্প্রতি বিশ্বের প্রথম মোবাইল হাইব্রিড রকেট 'RHUMI-1' লঞ্চ করলো।

10.মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু পোর্টে মেজর সাস্টেনেবল ড্রাইভ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th আগস্ট 2024

1.ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিহারে একটি উন্নত afforestation initiative "Aranya" লঞ্চ করলো।

2.স্পাইস এক্সপোর্ট এবং উৎপাদন বাড়াতে স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া SPICED (Sustainability in Spice Sector through Progressive, Innovative) স্কিম লঞ্চ করলো।

3.ইফেক্টিভ পাবলিক Grievance Redressal এর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার।

4.João Bernardo Vieira II এবং Sidharth Srivastava ও Namit Bajoria কে 24 তম আন্তর্জাতিক মাদার টেরেজা সম্মানে সম্মানিত করা হলো।

5.Piramal Enterprises Limited -এর সাবসিডিয়ারি Piramal Finance এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

6.উদয়পুরে GST ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

7.U-15 জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ 2024 -এ মহিলা একক খেতাব জিতলেন Tanvi Patri.

8.প্রতিবছর 25 - 29 শে আগস্ট World Water Week পালিত হয়, এবছরের থিম - 'Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future'.

9.মালদ্বীপে অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারতীয় দল সিলভার পদক জিতলো।

10.Sindhu Gangadharan কে National Association of Software and Service Companies (Nasscom) -এর নতুন চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th আগস্ট 2024

1.Mpox -এর জন্য দেশীয় পদ্ধতিতে RT-PCR টেস্ট কিট তৈরি করলো ভারত।

2.ICC ইমার্জিং এশিয়া ব্যাঙ্কিং কনক্লেভে Jana Small Finance ব্যাংক 4 টি পুরস্কার জিতলো।

3.রাজস্থান এবং মধ্যপ্রদেশ 'Shri Krishna Gaman Path' নির্মাণ করতে চলেছে।

4.পাঞ্জাবের পাঁচ বছর বয়সী Teghbir Singh সম্প্রতি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলো।

5.গ্লোবাল ই-কমার্স জায়ান্ট Amazon সম্প্রতি ভারতে AI চালিত conversational shopping assistant 'Rufus' লঞ্চ করলো।

6.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহ কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন  Greg Barclay.

7.ইজিপ্ট ইন্টারন্যাশনাল এয়ারশো তে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার Sarang Helicopter Display Team.

8.অলিম্পিক সাইকেল আরোহী Daniela Chirinos 51 বছর বয়সে প্রয়াত হলেন।

9.টাটা AIA লাইফ ইন্সুরেন্স সম্প্রতি  'Sampoorna Raksha Promise' লঞ্চ করলো।

10.'Unified Lending Interface' -এর সূচনা করলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্ণর শক্তিকান্ত দাস।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th আগস্ট 2024

1.Fatemeh Mohajerani কে প্রথম মহিলা সরকারী স্পোকসপার্সন পদে নিযুক্ত করলো ইরান।

2.জয়েন্ট রাশিয়ান-ইন্ডিয়ান কমিশনের দ্বিতীয় মিটিং রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হলো।

3.PRAGATI -এর 44 তম সংস্করণ -এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.জাপানের Kyushu দ্বীপপুঞ্জে টাইফুন Shanshan -এ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি করলো।

5.ইংল্যান্ডের প্রখ্যাত T-20 ব্যাটসম্যান ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

6.প্রতিবছর 29 শে আগস্ট International Day Against Nuclear Tests পালিত হয়, এছাড়াও এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালিত হয়।

7.রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সতীশ কুমারকে নিযুক্ত করা হলো।

8.ভারতীয় শ্যুটার মানু ভাকেরের নামে গোয়ালিয়রে 10 মিটার এয়ার পিস্তল শ্যুটিং রেঞ্জের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditay Scindia.

9.ফিশারিতে কো-অপারেটিভ ম্যানেজমেন্ট বাড়াতে ICAR-CIFE এবং VAMNICOM চুক্তি স্বাক্ষর করলো।

10.নাসার লুনার স্পেসসুটে 4G টেকনোলজি আনতে Axiom Space এবং Nokia জোটবদ্ধ হলো।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024

1.US-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম তৃতীয় India-US Defense Acceleration Ecosystem (INDUS-X) সামিটের ঘোষণা করল।

2.Ice shelf মেলটিংয়ের হার পরিমাপ করতে NASA ইঞ্জিনিয়ার্স underwater robot probes তৈরি করতে চলেছে।

3.Vistara-Air India মার্জারের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পেলো।

4.Infosys এবং NVIDIA জোটবদ্ধ হলো জেনারেটিভ AI সলিউশন নির্মাণের জন্য।

5.প্যারালিম্পিক 2024 -এর 10 m এয়ার রাইফেল ইভেন্টে প্যারা শ্যুটার অভনী লেখারা গোল্ড মেডেল জিতলেন।

6.পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারত এবং মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর করলো।

7.Colombo Security Conclave -এর ফাউন্ডিং ডকুমেন্ট স্বাক্ষর করলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল।

8.ক্রিটিক্যাল মিনারেল কো-অপারেশন -এর জন্য US এবং পেরু নিজেদের মধ্যে চুক্তি মজবুত করলো।

9.দেশীয় পদ্ধতিতে প্রথম নির্মিত পলিউশন কন্ট্রোল ভ্যাসেল 'Samudra Pratap' গোয়াতে লঞ্চ করা হলো।

10.মহারাষ্ট্রে Vadhvan পোর্ট উদ্বোধন এবং Global Fintech Fest -এর সম্ভাষণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Download Monthly Bangla Current Affairs August 2024 PDF


File Details:-

File Name:- Bangla Current Affairs August 2024 [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.