দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 11th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Latest Current Affairs 11th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th আগস্ট 2024 | Latest Current Affairs 11th August 2024
1.34,000 কোটি টাকার Nalganga-Wainganga রিভার লিঙ্কিং প্রজেক্টের মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার।
2.মিনিস্ট্রি অফ টেক্সটাইল সম্প্রতি 'Kasturi Cotton Bharat' প্রোগ্রাম চালু করলো।
3.₹24,657 কোটি টাকা অর্থের 8 টি নতুন রেললাইন প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
4.লজিস্টিক পলিসি 2024 এর মান্যতা দিলো মহারাষ্ট্র সরকার।
5.লাইভ লোকেশন ট্র্যাকিং এর জন্য E-Shoes তৈরি করলো IIT-ইন্দোর।
6.NRI দের সাহায্য করতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে 'Punjab Help Centre' -এর উদ্বোধন করলেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মন।
7.প্যারিস অলিম্পিক 2024 এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হতে চলেছেন PR Sreejesh এবং Manu Bhaker.
8.বাংলাদেশ বর্ডার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারত সরকার একটি কমিটি গঠন করলো, যার দায়িত্বে আছেন ADG, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কম্যান্ড।
9.প্রতি বছর 10 ই আগস্ট World Lion Day পালিত হয়।
10.Guru Ghasidas-Tamor Pingla নামক দেশের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের মান্যতা দিলো ছত্রিশগড় রাজ্য সরকার।
Also Read:
Please do not share any spam link in the comment box