অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024 | Gksolves Daily Current Affairs 17th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 17th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024 | Gksolves Daily Current Affairs 17th August 2024

নিচে Gksolves Daily Current Affairs 17th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th আগস্ট 2024 | Gksolves Daily Current Affairs 17th August 2024

1.অগ্নি মিসাইলের জনক Dr. Ram Narain Agarwal সম্প্রতি 84 বছর বয়সে প্রয়াত হলেন।

2.জল শক্তির কেন্দ্রীয় মন্ত্রী C.R. Patil FloodWatch India 2.0 নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন।

3.ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ষষ্ঠ মেরিটাইম ডায়ালগ এবং 14 তম কাউন্টার-টেরোরিজম মিটিং সম্পন্ন হলো।

4.ET World Leaders ফোরামের মুখ্য অতিথি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.দক্ষিণ কোরিয়াতে US পরিচালিত United Nations Command -এ সম্প্রতি যোগদান করলো জার্মানি।

6.সুইডেনে mpox Clade I ভ্যারিয়েন্টের প্রথম কেস রেজিস্টার করা হলো।

7.L&T Finance Ltd ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে NBFC-ICC স্ট্যাটাস অর্জন করলো।

8.তৃতীয় Voice of Global South সামিট হোস্ট করতে চলেছে ভারত।

9.খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার মাসিক রেডিও প্রোগ্রাম 'Kisan Ki Baat' প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।

10.70 তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা সিনেমা - Aattam, সেরা অভিনেতা - রিশব শেট্টি (Kantara), সেরা অভিনেত্রী - Nithya Menen ও Manasi Parekh ও সেরা ডিরেক্টর - Sooraj Barjatya.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.