দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024 | Gksolves Current Affairs 4th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024 | Gksolves Current Affairs 4th August 2024

নিচে Gksolves Current Affairs 4th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2024 | Gksolves Current Affairs 4th August 2024

1.প্যারিস অলিম্পিক 2024 এ কনিষ্ঠতম রেফারি হলেন ভারতের লিউটেন্যান্ট কর্নেল Kabilan Sai Ashok.

2.UPI এবং NCMC সুবিধা সহ RuPay ক্রেডিট কার্ড লঞ্চ করলো RBL Bank.

3.ট্রাভেল এবং ট্যুরিজম ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 39 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে US.

4.রাজ্য স্তরের থিংক ট্যাংক Gujarat State Institution for Transformation (GRIT) গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল।

5.তামিল এপিগ্রাফার V. Vedachalam কে সম্মানীয় V Venkayya Epigraphy আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

6.ঝাড়খণ্ডের 12 তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন Santosh Kumar Gangwar, এর আগে এই পদে ছিলেন C.P. Radhakrishnan.

7.কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা-সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়লো মুম্বাইয়ের 16 বছর বয়সী Jiya Rai.

8.IIT-দিল্লীতে Ideas4LiFE পোর্টাল লঞ্চ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব।

9.সুদীপ্ত সেনগুপ্তর লেখা নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম 'Breaking Rocks and Barriers'.

10.ভারতকে হারিয়ে প্রথমবার মহিলা এশিয়া কাপ 2024 জিতলো শ্রীলঙ্কা।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.