অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024 | Gk Current Affairs 15th August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024 | Gk Current Affairs 15th August 2024

নিচে Gk Current Affairs 15th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2024 | Gk Current Affairs 15th August 2024

1.SME এর উপর সহযোগিতা করতে MSME মন্ত্রক, স্মল বিজনেস এডমিনিষ্ট্রেশন (SBA) এবং USA সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

2.ডিজিটাল হেল্থ এডুকেশন চালনা করার জন্য ন্যাশনাল হেল্থ অথরিটি (NHA) এবং  মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস (MUHS) -এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

3.ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ হিসেবে ভারতীয় হকি দলের স্টার গোলরক্ষক PR Sreejesh কে নিযুক্ত করা হলো।

4.মিনিস্ট্রি অফ স্টিলের সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন Sandeep Poundrik.

5.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) -এর ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে Rana Ashutosh Kumar Singh কে নিযুক্ত করা হলো।

6.Low-Altitude Economy -এর বিস্তৃতিকরণে চীন সম্প্রতি বৃহত্তম Unmanned Cargo এয়ারক্রাফটের সফল পরীক্ষণ করলো।

7.DVC -র কাছ থেকে 1,600 MW ক্ষমতার থার্মাল পাওয়ার প্রজেক্ট জিতলো BHEL.

8.ICC প্লেয়ার অফ দি মান্থ ফর জুলাই 2024 হলেন Gus Atkinson (পুরুষ বিভাগ) এবং Chamari Athapaththu (মহিলা বিভাগ)।

9.তুর্কিতে সম্প্রতি পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডারের হদিশ পাওয়া গেল।

10.প্রতি বছর 14 ই আগস্ট Partition Horrors Remembrance Day পালিত হয়।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.