দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024 | Daily Current Affairs in Bengali 31st August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 31st August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024 | Daily Current Affairs in Bengali 31st August 2024

নিচে Daily Current Affairs in Bengali 31st August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st আগস্ট 2024 | Daily Current Affairs in Bengali 31st August 2024


1.US-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম তৃতীয় India-US Defense Acceleration Ecosystem (INDUS-X) সামিটের ঘোষণা করল।

2.Ice shelf মেলটিংয়ের হার পরিমাপ করতে NASA ইঞ্জিনিয়ার্স underwater robot probes তৈরি করতে চলেছে।

3.Vistara-Air India মার্জারের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পেলো।

4.Infosys এবং NVIDIA জোটবদ্ধ হলো জেনারেটিভ AI সলিউশন নির্মাণের জন্য।

5.প্যারালিম্পিক 2024 -এর 10 m এয়ার রাইফেল ইভেন্টে প্যারা শ্যুটার অভনী লেখারা গোল্ড মেডেল জিতলেন।

6.পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারত এবং মালয়েশিয়া চুক্তি স্বাক্ষর করলো।

7.Colombo Security Conclave -এর ফাউন্ডিং ডকুমেন্ট স্বাক্ষর করলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল।

8.ক্রিটিক্যাল মিনারেল কো-অপারেশন -এর জন্য US এবং পেরু নিজেদের মধ্যে চুক্তি মজবুত করলো।

9.দেশীয় পদ্ধতিতে প্রথম নির্মিত পলিউশন কন্ট্রোল ভ্যাসেল 'Samudra Pratap' গোয়াতে লঞ্চ করা হলো।

10.মহারাষ্ট্রে Vadhvan পোর্ট উদ্বোধন এবং Global Fintech Fest -এর সম্ভাষণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.