দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs News 19th August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Current Affairs News 19th August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th আগস্ট 2024 | Current Affairs News 19th August 2024
1.সেন্ট্রাল এন্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের 28 তম কনফারেন্স নতুন দিল্লীতে অনুষ্ঠিত হলো।
2.ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের উপর সহযোগিতা প্রমোট করতে ভারত এবং USA চুক্তি স্বাক্ষর করলো।
3.তিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেড (TIAL) সম্প্রতি Greentech প্রদত্ত সম্মানীয় 'Pollution Control Waste Management & Recycling Award 2024' পেলো।
4.2029 এর মধ্যে ভারত লাইট কমব্যাট এয়ারক্রাফট (LCA) Mark 2 ফাইটার জেটস উৎপাদন শুরু করতে চলেছে।
5.প্রাকৃতিক ফার্মিং কে প্রমোট করতে হিমাচল প্রদেশ সরকার 'HIM-UNNATI' স্কিম লঞ্চ করলো।
6.তামিলনাড়ুর Nanjarayan ও Kazhuveli পক্ষী অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের তাওয়া রিজার্ভার রামসার স্থান হিসেবে মান্যতা পেলো।
7.অফশোর মিনারেল এক্সপ্লোরেশন এবং প্রোডাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার অফশোর এরিয়াস মিনারেল ট্রাস্ট রুলস 2024 -এর সূচনা করলো।
8.IIT মাদ্রাসে সেন্টার অফ ওয়াটার টেকনোলজি স্থাপনের জন্য ভারত এবং ইজরায়েল জোটবদ্ধ হলো।
9.স্টিল প্রোডাক্টের MSME এক্সপোর্ট বুস্ট করতে EEPC India এবং ISSDA চুক্তি স্বাক্ষর করলো।
10.IRCTC এবং NCRTC জোটবদ্ধ হয়ে 'One India – One Ticket' ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে।
Also Read:
Please do not share any spam link in the comment box